‘আচ্ছে দিন’ অলীক স্বপ্ন মাত্র, মানুষকে অন্তত স্বস্তি দিন: মোদিকে কটাক্ষ শিবসেনার
মুম্বই: ক্রমবর্ধমান পেট্রোল-ডিজেল মূল্যের জন্য বড় শরিক বিজেপির তীব্র সমালোচনা করল শিবসেনা। কেন্দ্রকে তাদের পরামর্শ, আচ্ছে দিন না দিতে পারলেও, মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেটা অন্তত নিশ্চিত করুন।
দলীয় মুখপত্র ‘সামনা’-র সম্পাদকীয়তে শিবসেনা দাবি করেছে, সবকটি পেট্রোল পাম্পে নির্দেশ দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি টাঙানোর জন্য। শরিক দলটির কটাক্ষ, একইসঙ্গে এনডিএ জমানায় জ্বালানির ক্রমবর্ধমান দামও ছবির পাশে লাগানো উচিত।
শিবসেনা জানিয়েছে, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রচারে মোদির মুখে ‘আচ্ছে দিন’-এর স্লোগান শোনা গিয়েছিল। অথচ, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি বাগে আনতে পারেনি এই সরকার। যখন দাম সর্বকালীন উচ্চতায় পৌঁছয়, তখন কেন্দ্র হস্তক্ষেপ করে।
কিন্তু, মানুষের সেই স্বস্তি ক্ষণস্থায়ী ছিল। কারণ, ফের পেট্রোল-ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। এদিকে সরকার জানিয়ে দিয়েছে এই দুই জ্বালানিকে জিএসটি-র আওতায় আনা হবে না। ফলত, পেট্রোল-ডিজেলের সস্তা হওয়াটা স্বপ্নই থেকে যাবে।
শিবসেনার প্রশ্ন, তাহলে আর আচ্ছে দিন কোথায় এল? ন্যূনতম অর্থ দিয়েই মানুষকে নিজদের সব চাহিদা পূরণ করতে হচ্ছে। অথচ, তাঁদের জীবনধারনের মান ক্রমাগত বৃদ্ধি পাওয়া উচিত। মানুষের জীবন স্বস্তিদায়ক হওয়া উচিত।
কেন্দ্রের কাছে শিবসেনার প্রশ্ন, গত চার বছরে মানুষের জন্য সরকার কী করছে? কটাক্ষের সুরে মোদিকে তাদের পরামর্শ, আচ্ছে দিন না হয় ভুলেই গেলেন, অন্ততপক্ষে মানুষকে স্বস্তি দিন।