এক্সপ্লোর
এইমস থেকে ছাড়া পেলেন, ঈশ্বরের কৃপায় পুরোপুরি সুস্থ, জানালেন অমিত শাহ

নয়াদিল্লি: সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে দিল্লির এইমস-এ ভর্তি ছিলেন। সেখান থেকে রবিবার ছাড়া পেলেন অমিত শাহ। বিজেপি সভাপতি নিজে ট্যুইট করে জানিয়েছেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তাঁর আরোগ্য কামনা করেছেন যাঁরা, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন অমিত। লিখেছেন, ঈশ্বরের দয়ায় এখন আমি পুরোপুরি ভাল আছি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আজ বাড়ি ফিরেছি। আমার সুস্থতা কামনা করে যাঁরা প্রার্থনা জানিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।
ईश्वर की कृपा से अब मैं पूर्ण रूप से स्वस्थ हूँ और आज अस्पताल से डिस्चार्ज होकर अपने आवास पर आ गया हूँ। मेरे स्वास्थ्य लाभ के लिए आप सभी के द्वारा प्रेषित शुभकामनाओं के लिए ह्रदय से आभारी हूँ।
— Amit Shah (@AmitShah) January 20, 2019
সোয়াইন ফ্লু থেকে সেরে ওঠার পর আজ সকাল ১০টা ২০-তে অমিত শাহকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন এইমস-এর এক অফিসার। তিনি একেবারে ভাল হয়ে উঠে বাড়ি ফিরেছেন বলে জানান বিজেপির তথ্য ও প্রযু্ক্তি সেলের প্রধান অমিত মালব্য। গত বুধবার বুকে সংক্রমণ, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এইমস-এ ভর্তি হয়েছিলেন বিজেপি সভাপতি। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















