অসমে বন্যা: ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা অক্ষয় কুমারের, ত্রাণ তহবিলে অর্ধেক বেতন দান হিমা দাসের
অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া, ‘ইংলিশ ভিংলিশ’ খ্যাত অভিনেতা আদিল হুসেন ও পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘চাটনি’-র পরিচালক জ্যোতি কপূর দাসও ট্যুইট করে সবাইকে অসমের বন্যাত্রাণে সাহায্য করার আবেদন জানিয়েছেন।
Absolutely heartbreaking to know about the devastation by floods in Assam.All affected, humans or animals,deserve support in this hour of crisis.I’d like to donate 1cr each to the CM Relief Fund & for Kaziranga Park rescue.Appealing to all to contribute @CMOfficeAssam @kaziranga_
— Akshay Kumar (@akshaykumar) July 17, 2019
অসমের মেয়ে হিমা ট্যুইটারে বন্যাদুর্গত অঞ্চলগুলির ছবি দিয়ে লিখেছেন, ‘আমাদের রাজ্যে বন্যা পরিস্থিতি অত্যন্ত জটিল। ৩৩টি জেলার মধ্যে ৩০টিই বন্যার কবলে। কর্পোরেট সংস্থাগুলি এবং বিভিন্ন ব্যক্তির কাছে আমার আর্জি, কঠিন পরিস্থিতিতে আমাদের রাজ্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন। আমি সাহায্য করেছি। অন্যদেরও এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।’
Flood situation in our state Assam is very critical, 30 out of 33 districts are currently affected. So i would like to request big corporates and individuals to kindly come forward and help our state in this difficult situation. pic.twitter.com/cbVZv7b4IP
— Hima MON JAI (@HimaDas8) July 16, 2019
অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া, ‘ইংলিশ ভিংলিশ’ খ্যাত অভিনেতা আদিল হুসেন ও পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘চাটনি’-র পরিচালক জ্যোতি কপূর দাসও ট্যুইট করে সবাইকে অসমের বন্যাত্রাণে সাহায্য করার আবেদন জানিয়েছেন।
I have contributed my bit and requesting others also to please help people of Assam. #AssamFloods https://t.co/y7ml1EMGzG
— Hima MON JAI (@HimaDas8) July 16, 2019
অসমের বন্যায় ইতিমধ্যেই ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্তত ৪৫ লক্ষ মানুষ বানভাসী। কাজিরাঙা অভয়ারণ্যের ৯০ শতাংশই জলের তলায়। ব্রহ্মপুত্র নদ বিপদসীমার উপর দিয়ে বইছে।
Extremely devasted by all the news coming in from #Assam and other parts of India.
It’s heartbreaking to read about the displacement and loss of life. My prayers with those affected.
Please donate at https://t.co/d5dow5OuLG and https://t.co/GNytaEqF0r
— PRIYANKA (@priyankachopra) July 17, 2019