Assam Night Curfew: কাল থেকে অসমে নাইট কার্ফু, ভ্যাকসিন না নিলে ঢোকা বারণ রেস্তোরাঁ, মলে
Assam Corona Update: দেশের কয়েকটি রাজ্য ইতিমধ্যেই করোনা সংক্রমণ মোকাবিলায় কড়া বিধিনিষেধ জারি করেছে। পশ্চিমবঙ্গে ফের চালু হয়েছে নাইট কার্ফু। এবার অসমও এই পথে হাঁটতে চলেছে। কাল থেকে জারি নাইট কার্ফু।
গুয়াহাটি: কাল, শনিবার থেকে অসমে জারি হচ্ছে নাইট কার্ফু। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে কড়া বিধিনিষেধ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন, যাঁরা করোনার টিকার দু’টি ডোজ নিয়েছেন, শুধু তাঁরাই হোটেল, রেস্তোরাঁ, সরকারি অফিস, শপিং মল, মাল্টিপ্লেক্সে প্রবেশ করার অনুমতি পাবেন। রেস্তোরাঁয় মোট যত আসন, একসঙ্গে ততজনই প্রবেশের অনুমতি পাবেন। কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না। যাঁরা ভ্যাকসিনের জোড়া ডোজ নেননি, তাঁদের রেস্তোরাঁ, শপিং মলে প্রবেশ করার অনুমতি পাবেন না। যদি কোনও রেস্তোরাঁ বা শপিং মল ভ্যাকসিনের জোড়া ডোজ না নেওয়া কাউকে ঢুকতে দেয়, তাহলে ২৫ হাজার টাকা করে জরিমানা হবে।
অসমের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কাল থেকে কামরূপ-মেট্রোপলিটন জেলায় অষ্টম শ্রেণি পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে। অন্য জেলাগুলিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে। ৩০ জানুয়ারি পর্যন্ত কোনও স্কুলেই পড়ুয়াদের উপস্থিতিতে ক্লাস হবে না।
করোনাভাইরাস, ওমিক্রন মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘হাসপাতালে বেড নিয়ে অসমে কোনও সমস্যা নেই। অসমের হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে বেড আছে। আমাদের রাজ্যের হাসপাতালগুলিতে ৮,৭০০-রও বেশি বেড, ২,৬৩৩ অক্সিজেন বেড এবং করোনা আক্রান্তদের জন্য ১,০০০ আইসিইউ বেড আছে। করোনাভাইরাস সংক্রমণ যতদিনে আরও বাড়বে, ততদিনের মধ্যে আমাদের রাজ্যের হাসপাতালগুলিতে ২৫ হাজার বেড হয়ে যাবে।’
করোনা মোকাবিলায় দেশের বিভিন্ন রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। দেশে যেভাবে ফের করোনা সংক্রমণ বাড়ছে, তাতে প্রশাসন উদ্বিগ্ন। সেই কারণেই বিভিন্ন রাজ্য নাইট কার্ফু জারি করেছে। কয়েকটি রাজ্য আবার লকডাউনের কথাও ভাবছে। পশ্চিমবঙ্গ সরকারও ফের রাত্রিকালীন বিধিনিষেধ জারি করেছে। এবার অসম সরকারও নাইট কার্ফু জারি করল। একইসঙ্গে অসমে করোনা মোকাবিলায় কড়া বিধিনিষেধ জারি করা হচ্ছে। এই বিধিনেষেধ যাতে ঠিকমতো পালন করা হয়, তার উপরেও জোর দিচ্ছে অসম সরকার।