কয়লাতে 'আত্মনির্ভরতা': বাণিজ্যিক খননের জন্য ৪১টি খনির নিলাম প্রক্রিয়ার সূচনা মোদির
মোদির মতে, এর ফলে ২.৮ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এবং আগামী ৫-৭ বছরে ৩৩ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে
নয়াদিল্লি: বাণিজ্যিক খননকার্যের জন্য কয়লা খনির নিলাম প্রক্রিয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্দেশ্য, জ্বালানির প্রয়োজনে দেশকে আত্মনির্ভর করা এবং একইসঙ্গে শিল্পের উন্নয়ন ঘটানো।
এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৪১টি কয়লাখনির নিলাম-প্রক্রিয়ার উদ্বোধন করতে গিয়ে মোদি বলেন, এই কোভিড-১৯ বিপর্যয়কে সুযোগে পাল্টে দেবে ভারত। দেশে উদ্ভূত করোনা-পরিস্থিতি ভারতকে আত্মনির্ভর হতে শিখিয়েছে। এখন থেকে আমদানির ওপর নির্ভরতা কমাবে ভারত।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাণিজ্যিক কয়লা খননে বেসরকারি ক্ষেত্রকে অনুমতি দেওয়ার ফলে বিশ্বের সামনে দেশের সম্পদের ভাণ্ডার উন্মুক্ত হবে। বর্তমানে বিশ্বের চতুর্থ সর্ববৃহৎ কয়লা মজুত রয়েছে ভারতে।
To make India self-reliant in the energy sector, a major step is being taken today: PM Narendra Modi https://t.co/U9XrdSDOzO
— ANI (@ANI) June 18, 2020
মোদির মতে, এর ফলে ২.৮ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এবং আগামী ৫-৭ বছরে ৩৩ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। কয়েকদিন আগে, আত্মনির্ভর ভারত অভিযানের ঘোষণা করেছিল কেন্দ্র। এদিনের প্রক্রিয়া সেই প্রকল্প ও ঘোষণার অন্তর্গত।
কেন্দ্রীয় সূত্রের দাবি, এই নিলামের ফলে, বার্ষিক ২০ হাজার কোটি টাকা আয় করতে পারবে রাজ্য সরকার। একইসঙ্গে এক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সুযোগও থাকবে। যুক্ত হবে সর্বাধুনিক প্রযুক্তি ও গোটা খনন-প্রক্রিয়ার যান্ত্রিকীকরণ করা হবে।