এক্সপ্লোর
Advertisement
২০০ টাকার কমে দুর্দান্ত প্রি-পেইড প্ল্যান আনল জিও, ভোডাফেন, এয়ারটেল
একাধিক পকেট-বান্ধব ডেটা প্ল্যান আনল বিভিন্ন নেটওয়ার্ক পরিষেবাপ্রদানকারী সংস্থা। বিশেষত ভোডাফোন, এয়ারটেল, জিও - বাজারে এনেছে এমন কতগুলি ডেটা-প্যাক যার খরচ ২০০ টাকারও কম।
কলকাতা: ওয়ার্ক ফ্রম হোম। বেশ কিছুদিন হল বহু মানুষই এভাবেই কাজ সারছেন। তাই ইন্টারনেটের চাহিদাও বেড়েছে তাল মিলিয়ে। সেই কথা মাথায় রেখেই একাধিক পকেট-বান্ধব ডেটা প্ল্যান আনল বিভিন্ন নেটওয়ার্ক পরিষেবাপ্রদানকারী সংস্থা। বিশেষত ভোডাফোন, এয়ারটেল, জিও - বাজারে এনেছে এমন কতগুলি ডেটা-প্যাক যার খরচ ২০০ টাকারও কম। যাঁরা মাসিক ব্রডব্যান্ড ব্যহার করেন, তাদের জন্য এই প্ল্যানগুলি খুবই চিত্তাকর্ষক।
রিলায়েন্স জিও
মাত্র ১২৯ টাকায় সারা মাসের জন্য ২ জিবি ডেটা দিচ্ছে জিও। সেইসঙ্গে ১০০০ মিনিট জিও ছাড়া অন্য নেটওয়ার্কের কল করার সুবিধে ও ৩০০ এসএমএস। এছাড়া জিও এনেছে ১৪৯টাকার আরও একটি প্ল্য়ান। তাতে দৈনিক ১ জিবি করে ডেটা পাওয়া য়াবে। ১৯৯ টাকার প্যাকে দৈনিক ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। প্ল্যান দুটির ভ্যালিডিটি যথাক্রমে ২৪ ও ২৮ দিন। এই প্ল্যান দুটিতেই রোজ ১০০ টি করে ফ্রি এসএমএস করার সুবিধে মিলবে। নন জিও নেটওয়ার্কে কলটাইমও পাওয়া যাবে।
ভোডাফোন
ভোডাফোনের ১২৯ ও ১৪৯ টাকার প্ল্যানে ২ জিবি ডেটা মিলবে সারা মাসে। ভ্যালডিটি যথাক্রমে ২৪ ও ২৮ দিন। আছে ৩০০ টি করে এসএমএস করার সুবিধাও।
এয়ারটেল
মাত্র ৯৮ টাকায় ৬ জিবির আকর্ষণীয় ডেটা প্যাক। ২৮ দিনের ভ্যালিডিটি। ৩০০ টি এসএমএস-এর সুবিধে। অন্যদিকে ১৪৯ টাকার প্ল্যানেই আছে আনলিমিটেড কল ও রোজ ২ জিবি করে ডেটার সুবিধা। এক্ষেত্রেও ৩০০টি এসএমএস করতে পারবেন। ১৭৯টাকার প্যাকটিও দুর্দান্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement