ভারত ইচ্ছে করে হারবে মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড বাসিত আলি
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত
#BasitAli #CWC19 #CWCUP2019 Indian team is not the fixer like you. I can understand your frustrations against India but don't go that much of down with your cheap thinking. https://t.co/uPA8wc3HpV
— Mohsin Khan (@ItsmohsinOO7) June 28, 2019
Just shows what kind of a sportsperson #BasitAli was..shameful.. World Cup 2019: India may deliberately lose to Bangladesh and Sri Lanka to oust Pakistan, says Basit Ali - Sports News https://t.co/WaLxcLSRWy
— Srikant (@srikantns) June 28, 2019
Unsuccessful cricketers saying garbage.#basitali #CWC19
— Divyansh Kumar (@Divyans32742961) June 28, 2019
This is like when parent know that his child fails in exam but rather than accepting failure tries to blame topper that he didn't show answers during exams ???? #basitali Even if pakistan reaches semifinals we are happy because we love to beat Pak 3000 times ???????????? #cwc19 #BleedBlue pic.twitter.com/2EqzDC0tqs
— Sai Teja Pachipulusu (@im_saitejap) June 27, 2019
ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করার জন্য সমালোচনায় বিদ্ধ হচ্ছেন বাসিত। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হচ্ছেন প্রাক্তন পাক তারকা। এক ক্রিকেটপ্রেমী টুইটারে কটাক্ষ করেন, ‘ভারত মোটেও পাকিস্তানের মতো ম্যাচ গড়াপেটা করে না। ভারতকে নিয়ে আপনার হতাশার মাত্রাটা বুঝতে পারছি। তবে এতটা নিম্নমানের চিন্তাভাবনা করবেন না।’ একজন টুইট করেছেন, ‘এর থেকেই বোঝা যাচ্ছে বাসিত আলি কীরকম ক্রীড়াব্যক্তিত্ব ছিলেন। লজ্জাজনক মন্তব্য।’ একজন লিখেছেন, ‘ব্যর্থ ক্রিকেটারের আবর্জনার মতো মন্তব্য।’ কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘এই মন্তব্যটা পরীক্ষায় অকৃতকার্য হওয়া ছাত্রের সেই অভিভাবকদের মতো শোনাচ্ছে, যাঁরা বলেন তাঁদের ছেলে-মেয়ে অকৃতকার্য হয়েছে ক্লাসের ফার্স্ট বয় উত্তর বলে দেয়নি বলে।’#basitali @PakPMO we Indians are not so cheap thinker as you guys are. Keep your ideas in the trash will only gain respect in craphttps://t.co/MurR0o5NhB pic.twitter.com/DesIwzqGDS
— nitin Avadesh (@AvadeshNitin) June 28, 2019