Guru Purnima 2021: করোনা আবহে গুরুপূর্ণিমায় একদিনের জন্য খুলল বেলুড় মঠের দরজা
সকাল সাড়ে ৭টা থেকে ১১টা ও বিকেল ৪ টে থেকে সাড়ে ৫ টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠের দরজা।
হাওড়া: করোনার কড়াকড়ির মধ্যেই গুরুপূর্ণিমায় একদিনের জন্য খুলল বেলুড় মঠের দরজা। সকাল থেকে ভক্তদের ভিড়। সম্পূর্ণ কোভিড বিধি মেনে মঠে ঢুকতে দেওয়া হচ্ছে ভক্তদের। গুরুপূর্ণিমায় দুদফায় খোলা থাকবে বেলুড় মঠ। সকাল সাড়ে ৭টা থেকে ১১টা ও বিকেল ৪ টে থেকে সাড়ে ৫ টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠের দরজা। মন্দির দর্শনের অনুমতি থাকলেও করোনা আবহে প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারবেন না ভক্তরা।
গুরু পূর্ণিমা উপলক্ষে বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ, ভজন, সারদা মা ও রামকৃষ্ণ ও বিবেকানন্দের বাণী পাঠ করা হবে। জানানো হয়, সবটাই ভার্চুয়াল মাধ্যমে নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রচার করবে বেলুড় মঠ কর্তৃপক্ষ।
বিধির কড়াকড়ির মধ্যেই বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ থেকে ভজন...খামতি ছিল না কোনও কিছুতেই। সারদা মা, রামকৃষ্ণ ও বিবেকানন্দের বাণীও পাঠ করা হয়।তবে তা অবশ্য মঠে বসে প্রত্যক্ষ করতে পারেননি দর্শনার্থীরা। সবটাই নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রচার করে মঠ কর্তৃপক্ষ।
গত বছর ২৫ মার্চ করোনা আবহে লকডাউন ঘোষণার পর দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় মঠের দরজা। এরপর দেশজুড়ে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর ১৫ জুন থেকে ফের বেলুড় মঠের দরজা খোলে সাধারণ দর্শনার্থীদের জন্য। এরপর মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী করোনা আক্রান্ত হওয়ায় ফের একবার সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। পরে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সব রকম স্বাস্থ্যবিধি মেনে ফের খোলা হয় মঠের দরজা। তবে দর্শনার্থীদের জন্য চালু হয় বেশ কিছু বিধিনিষেধ। সব মন্দিরে প্রবেশাধিকার থাকলেও মন্দিরে বসা কিংবা মঠ চত্বরে সময় কাটানো, আরতি দর্শন, ভোগ খাওয়া বন্ধ রাখা হয়েছিল।
এরইমধ্যে, গতকালের পরিসংখ্যাণ অনুযায়ী, রাজ্যে বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ। শুক্রবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী,রাজ্যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৪২ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,২২,১০৩ জন।