Live Update: হিংসা রুখতে ৬ জেলায় বন্ধ ইন্টারনেট, অব্যাহত বিক্ষোভ-অবরোধ, প্রধানমন্ত্রীকে রিপোর্ট বিজেপি-র
LIVE
Background
কলকাতা : নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের জেরে অশান্তি চলছেই। এই নিয়ে টানা তিন দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে অবরোধ, ট্রেন ও বাস ভাঙচুর, প্রতিবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বারবার শান্তি বজায় রাখার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার আরও কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল রাজ্য।
নবান্ন সূত্রের খবর, পরিস্থিতি রবিবারও নিয়ন্ত্রণে না আসায় ইন্টারনেট নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সরকার বার বার বলা সত্ত্বেও, কিছু বহিরাগত, সাম্প্রদায়িক শক্তির উস্কানিতে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানোর চক্রান্ত করছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরুপায় হয়ে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনার বসিরহাট ও বারাসাত মহকুমা, এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে।
রবিবারও সকাল থেকে দেখা যায় রাজ্যে ক্রমেই আন্দোলন ছড়িয়ে পড়ছে এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে অশান্তি ছড়াচ্ছে।