এক্সপ্লোর
Advertisement
পুনেতে অটোরিক্সায় মাত্র ১৫ কিলোমিটার যাত্রার জন্য বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারকে চোকাতে হল ৪৩০০ টাকা ভাড়া!
মাত্র ১৫ কিলোমিটার পথ অটোরিক্সা করে এসেছিলেন এক যুবক। এজন্য তাঁকে যত টাকা ভাড়া দিতে হল, তা জানলে চমকে যেতে হয়। বেঙ্গালুরুর বাসিন্দা ওই যুবক ইঞ্জিনিয়ার। পুনেতে এসে অটোয় চড়ার জন্য তাঁকে ৪৩০০ টাকা ভাড়া গুণতে হল!
নয়াদিল্লি: মাত্র ১৫ কিলোমিটার পথ অটোরিক্সা করে এসেছিলেন এক যুবক। এজন্য তাঁকে যত টাকা ভাড়া দিতে হল, তা জানলে চমকে যেতে হয়। বেঙ্গালুরুর বাসিন্দা ওই যুবক ইঞ্জিনিয়ার। পুনেতে এসে অটোয় চড়ার জন্য তাঁকে ৪৩০০ টাকা ভাড়া গুণতে হল! অবিশ্বাস্য শোনালেও তা বাস্তব। অটোতে করে তিনি মাত্র ১৪.৫ কিলোমিটার দূরে এসেছিলেন। সাধারণভাবে এক্ষেত্রে ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকার মতো।
ওই ইঞ্জিনিয়ার কটরাজ থেকে পুনের ইয়েরওয়াড়া পর্যন্ত অটো ভাড়া করে আসেন। দূরত্ব মাত্র ১৪.৫ কিলোমিটার। সময় লাগে ৪৭ মিনিট। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চাকরির জন্য পুনেতে এসেছিলেন ওই যুবক। গত বুধবার ভোর প্রায় পাঁচটায় কাটরাজে বাস থেকে নামেন। গন্তব্যে পৌঁছনোর জন্য তিনি প্রথম ট্যাক্সি ভাড়া করার চেষ্টা করেন। কিন্তু ট্যাক্সি বুক করতে না পেরে তিনি অটোতে যাওয়ার সিদ্ধান্ত নেন। অটোচালকও ওই যুবককে তাঁর গন্তব্যে পৌঁছে দিতে রাজি হন।
ওই যুবকের জন্য তাঁর অফিসের পক্ষ থেকে ইয়েরওয়াড়া থানার কাছে একটি ঘর বুক করা হয়েছিল। গন্তব্যে পৌঁছনোর পর ভাড়ার পরিমাণ জেনে চোখ কপালে ওঠে ওই যুবকের। চালক ৪৩০০ টাকা দাবি করেন বলে অভিযোগ। চালক জানান, মিটারে অত টাকাই ভাড়া হিসেবে দেখিয়েছে।
ওই যুবক এর প্রতিবাদ করলে চালক জানান যে, শহরে প্রবেশ ও শহর ছাড়ার জন্য ৬০০ টাকা তাঁকে দিতে হবে। শেষপর্যন্ত ওই যুবক ভাড়া মিটিয়ে দেন। পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement