এক্সপ্লোর
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ, মরণোত্তর ভারতরত্ন প্রত্যাহার ভূপেন হাজারিকার পরিবারের

নয়াদিল্লি: ২০১৬ সালের নাগরিকত্ব (সংশোধনী) বিলের প্রতিবাদে মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রত্যাখ্যান করল ভূপেন হাজারিকার পরিবার। অসমের প্রয়াত সঙ্গীতশিল্পীর ছেলে তেজ হাজারিকা জানিয়েছেন, তাঁরা এই সম্মান গ্রহণ করছেন না। ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর অসমের সাদিয়ায় জন্ম হয় কিংবদন্তী সঙ্গীতশিল্পী ভূপেনের। তিনি বিভিন্ন ভাষায় গান গেয়ে বিখ্যাত হয়ে ওঠেন। ২০১১ সালের ৫ নভেম্বর তিনি প্রয়াত হন। সঙ্গীত ও সমাজে অবদানের জন্য পদ্মভূষণ, পদ্ম বিভূষণ, সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার ও দাদাসাহেব ফালকে পুরস্কার পান ভূপেন। তবে এবার তাঁর অবর্তমানে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ফিরিয়ে দিল পরিবার। এর আগে মণিপুরের বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক অ্যারিবাম স্যাম শর্মাও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে পদ্মশ্রী প্রত্যাখ্যান করার কথা জানান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















