এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
iPhone SE 2 : তাড়াতাড়ি বাজারে আসতে পারে সবচেয়ে সস্তা এই আইফোন, জানা গেল, কত হতে পারে দাম
২০২০ স্মার্টফোন নির্মাতা কোম্পানি অ্যাপলের পক্ষে গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলতি বছরের প্রথম যাণ্মাষিকের মধ্যে কোম্পানি তাদের সবচেয়ে সস্তা আইনফোন আনতে চলেছে। কোয়েনের এক বিশিষ্ট বিশ্লেষক কৃষ শঙ্করের বক্তব্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে অ্যাপল iPhone SE 2-র ছয় মিলিয়ন ইউনিট উত্পাদন করতে চলেছে।
নয়াদিল্লি: ২০২০ স্মার্টফোন নির্মাতা কোম্পানি অ্যাপলের পক্ষে গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলতি বছরের প্রথম যাণ্মাষিকের মধ্যে কোম্পানি তাদের সবচেয়ে সস্তা আইনফোন আনতে চলেছে। কোয়েনের এক বিশিষ্ট বিশ্লেষক কৃষ শঙ্করের বক্তব্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে অ্যাপল iPhone SE 2-র ছয় মিলিয়ন ইউনিট উত্পাদন করতে চলেছে। এরপর খুব শীঘ্রই সেগুলি বাজারে আনা হবে। তিনি জানিয়েছেন, এই আইফোনের দাম প্রায় ৪৭৫ মার্কিন ডলার (৩৩,৮৮০ টাকা) হতে পারে। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে এই আইফোনের উত্পাদন ১২ শতাংশ বাড়ানো হতে পারে।
সম্প্রতি প্রকাশিত খবরে জানা গিয়েছিল, অ্যাপল ফেব্রুয়ারিতে এই তুলনামূলক স্বল্পমূল্যের আইফোন বেশি পরিমাণে উত্পাদন করতে চলেছে। শঙ্করের মন্তব্যের সঙ্গে এই খবরের মিল রয়েছে। শঙ্কর বলেছেন, স্মার্টফোন বাজারে সাড়া পেয়েছিল আইফোন ১১। পরিষেবা থেকে আয় ভালোই বজায় থাকবে বলেই আশা।
শঙ্কর জানিয়েছেন, অ্যাপল প্রথম ত্রৈমাসিক পর্যন্ত ৭০ মিলিয়ন আইফোন ইউনিটের উত্পাদন করবে। এর মধ্যে প্রায় ৭৪ শতাংশ, অর্থাত্ ৫২ মিলিয়ন আইফোন ১১ ও আইফোন ১১ প্রো। শঙ্করের অনুমান, অ্যাপল এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ৪৩ মিলিয়ন আইফোন ইউনিট উত্পাদন করবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement