এক্সপ্লোর
Advertisement
সংযত থাকুন, প্ররোচনামূলক মন্তব্য করবেন না, অযোধ্যা মামলার রায়ের আগে নেতা-কর্মীদের নির্দেশ বিজেপি-র
আরএসএস-এর পক্ষ থেকেও কয়েকদিন আগে কর্মীদের একই বার্তা দেওয়া হয়েছে।
নয়াদিল্লি: ১৭ নভেম্বর অবসর নিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগেই অযোধ্যা মামলার রায় ঘোষণা হতে পারে। এই পরিস্থিতিতে দলীয় মুখপাত্র ও নেতা-কর্মীদের কোনওরকম প্ররোচনামূলক মন্তব্য না করার নির্দেশ দিল বিজেপি। আরএসএস-এর পক্ষ থেকেও কয়েকদিন আগে কর্মীদের একই বার্তা দেওয়া হয়েছে। আদালত রাম মন্দিরের পক্ষে রায় দিলেও মিছিল না করার নির্দেশ দেওয়া হয়েছে সঙ্ঘ প্রচারকদের। এবার বিজেপি-ও সেই পথেই হাঁটল।
বিজেপি সূত্রে খবর, সারা দেশে দলের মুখপাত্র, মিডিয়া ও সোশ্যাল মিডিয়া বিভাগের কর্মীদের সঙ্গে বৈঠকে দলীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছেন, রাম মন্দিরের বিষয়ে অপ্রয়োজনীয় মন্তব্য এড়িয়ে যেতে হবে। সোশ্যাল মিডিয়ায় কীভাবে বিতর্কিত মন্তব্য বন্ধ করতে হবে, সে বিষয়ে আইটি সেলকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন সোশ্যাল মিডিয়া বিভাগের প্রধান অমিত মালব্য।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত প্রত্যেককে এবং নাগরিক সমাজকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। সংবিধান ও আদালতের রায়ের প্রতি সকলকে শ্রদ্ধাশীল থাকার আবেদন জানিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement