এক্সপ্লোর
Advertisement
রাফাল ‘দুর্নীতি’র জবাবে গালিগালাজ ও কাদা ছুঁড়ছে বিজেপি: কংগ্রেস
নয়াদিল্লি: সোনিয়া গাঁধীর জামাই রবার্ট বঢরার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থাকে সাহায্য করতে কংগ্রেস রাফালে চুক্তি বাতিল করতে চাইছে বলে অভিযোগ করেছে বিজেপি। এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়ে কংগ্রেস বলেছে, এই যুদ্ধবিমান ক্রয়ে ‘দুর্নীতি’র অভিযোগের জবাব দিতে গালিগালাজ ও কাদা ছোঁড়ার রাস্তায় হাঁটছে বিজেপি।
গতকাল সোমবার অভিযোগ করেছিল যে, রাফাল চুক্তিতে অন্তর্ঘাতের ‘আঁতাতে’র অঙ্গ হিসেবে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ড ফ্রাসোঁয়া ওলাঁদ ও ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রে’ শরিক হয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, পূর্বতন কংগ্রেস সরকার রাফাল ক্রয়ের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (হ্যাল)-কে বরাত দিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বরাত অনিল অম্বানির রিলায়েন্স ডিফেন্সকে পাইয়ে দিয়েছেন।
সুরজেওয়ালা বলেছেন, ‘২০০৭-এর আগস্টে টেন্ডার জারি হয়েছিল এবং ২০১২-র ১২ ডিসেম্বর তা খোলা হয়েছিল..এবং ২০১৪-র ১৩ মার্চ কংগ্রেস সরকার অফসেট কনট্রাক্ট রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডকে দিয়েছিল’।
এই প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র দাসল্ট অ্যাভিয়েশনের সিইও এরিক ট্র্যাপিয়ার এবং হ্যালের প্রাক্তন চেয়ারপার্সন টিএস রাজুর বক্তব্যের উল্লেখ করেছেন।
কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও মোদী সরকারকে একহাত নিয়ে সুরজেওয়ালা বলেছেন, রাফাল ‘দুর্নীতি’র জবাবে তাঁরা গালিগালাজ করছেন এবং কাদা ছুঁড়ছেন। সুরজেওয়ালা বলেছেন, ‘দেশ আলিবাবা ও ৪০ চোরের গল্প শুনেছেন। দেশ এখন দেশ জানতে চাইছে, মোদি বাবা ও চল্লিশ চোর কখন জবাব দেবে’।
একইসঙ্গে মোদিকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘আপনি অম্বানির প্রধানমন্ত্রী, না দেশের প্রধানমন্ত্রী?’
বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত রাফাল যুদ্ধবিমান ক্রয় চুক্তি নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যে গাঁধী পরিবারকে টেনে আনেন এবং অভিযোগ করেন, ভডরার সঙ্গে সম্পর্কিত একটি বেসরকারি কোম্পানিকে ব্রোকার হিসেবে বেছে না নেওয়ায় ইউপিএ সরকার এই চুক্তি বাতিল করে দিয়েছিল।
উল্লেখ্য, গত সপ্তাহে ওলাঁদের একটি মন্তব্য ঘিরে রাফাল চুক্তি বিতর্কে নয়া মাত্রা যোগ হয়। একটি ফরাসি সংবাদমাধ্যম তাঁকে উদ্ধৃত করে জানায় যে, দাসল্টের ভারতীয় অংশীদার বাছাইয়ের ক্ষেত্রে ফ্রান্সের ‘কোনও ভূমিকা ছিল না’। ভারত সরকার রিলায়েন্সকে অফসেট পার্টনার করার প্রস্তাব দিয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement