Bangladesh: ত্রাসের দেশ বাংলাদেশ। মর্মান্তিক পরিণতি হিন্দু যুবকের
Banghladesh News: ত্রাসের দেশ বাংলাদেশে হিন্দু হলেই হামলা। বাংলাদেশের ঝালকাঠিতে হিন্দু যুবককে খুন! বাংলাদেশের ঝালকাঠিতে সুদেব হালদার খুন, দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় এলোপাথাড়ি কোপ। দুষ্কৃতীদের এলোপাথাড়ি কোপে হিন্দু যুবক খুন! শিবচরে হিন্দু পরিবারের উপর মৌলবাদীদের হানা! 'মানব প্রভু এবং তাঁর মায়ের উপর কট্টরপন্থীদের হামলা'। আক্রান্তদের ছবি পোস্ট করে জানাল কলকাতা ইসকন।
বাগুইআটিকাণ্ডে এখনও অধরা 'তোলাবাজ' কাউন্সিলর:
আক্রান্ত প্রোমোটারকে ফের হুমকির অভিযোগ। বারাসাত কোর্ট চত্বরে আক্রান্ত প্রোমোটারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন প্রোমোটার কিশোর হালদার। তদন্ত শুরু করেছে পুলিশ। গত ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাগুইআটিতে আক্রান্ত হন এই প্রোমোটার। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এখনও অধরা। ২১ দিন পরেও অধরা তিনি। প্রাণনাশের আশঙ্কা আক্রান্ত প্রোমোটার কিশোর হালদারের। গতবছর ডিসেম্বর মাসে দাবি মতো তোলা না দেওয়ায় বন্দুকের বাঁট দিয়ে বাগুইআটির প্রোমোটার কিশোর হালদারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। ঘটনার পর তিন সপ্তাহ কাটতে চললেও এখনও অধরা অভিযুক্ত কাউন্সিলর। তাঁর দুই সঙ্গী ধরা পড়েছে পুলিশের হাতে।