Tiger Fear: মৈপীঠে বাঘের আতঙ্ক, জঙ্গলে চলছে সার্চ অপারেশন
Maipith: জিনতের জঙ্গল সফর শেষ হতে না হতেই ফের বাঘের ভয়! পায়ের ছাপ ঘিরে মৈপীঠে রয়্যাল বেঙ্গল আতঙ্ক। বালিডির জঙ্গলেও পায়ের ছাপ। ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ঝাড়গ্রাম-পুরুলিয়ায় সতর্কতা। বাঘের আতঙ্কে কাঁপছে সুন্দরবনের মৈপীঠ। গ্রামে বাঘের পায়ের ছাপ, মাঝে মাঝে গর্জন! বৈকুণ্ঠপুর, কিশোরীমোহনপুরের জঙ্গলে মিলেছে বাঘের পায়ের ছাপ। গ্রাম লাগোয়া জঙ্গল এলাকা জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। লাগাতার মাইকে প্রচার, রাতে বাইরে বেরোতে নিষেধ। সন্ধে হলেই ফাঁকা হয়েছে যাচ্ছে মৈপীঠের একাধিক এলাকা। আজমলমারির জঙ্গল থেকে নদী সাঁতরে গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘ।
বাগুইআটিকাণ্ডে এখনও অধরা 'তোলাবাজ' কাউন্সিলর:
আক্রান্ত প্রোমোটারকে ফের হুমকির অভিযোগ। বারাসাত কোর্ট চত্বরে আক্রান্ত প্রোমোটারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন প্রোমোটার কিশোর হালদার। তদন্ত শুরু করেছে পুলিশ। গত ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাগুইআটিতে আক্রান্ত হন এই প্রোমোটার। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এখনও অধরা। ২১ দিন পরেও অধরা তিনি। প্রাণনাশের আশঙ্কা আক্রান্ত প্রোমোটার কিশোর হালদারের। গতবছর ডিসেম্বর মাসে দাবি মতো তোলা না দেওয়ায় বন্দুকের বাঁট দিয়ে বাগুইআটির প্রোমোটার কিশোর হালদারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। ঘটনার পর তিন সপ্তাহ কাটতে চললেও এখনও অধরা অভিযুক্ত কাউন্সিলর। তাঁর দুই সঙ্গী ধরা পড়েছে পুলিশের হাতে।