বিদ্বেষ ছড়িয়ে দেশে বিভাজন তৈরি করছে বিজেপি-আরএসএস: বার্লিনে রাহুল
নয়াদিল্লি: কংগ্রেস একদিকে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, বিজেপি-আরএসএস বিভাজন সৃষ্টি করছে। বার্লিনে গিয়ে এমনটাই বললেন রাহুল গাঁধী।
বৃহস্পতিবার রাতে প্রবাসে ভারতীয় কংগ্রেস আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত অনাবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি দাবি করেন, ‘বৈচিত্র্যের মধ্যে একতা’ গুরু নানকের থেকে এসেছে।
বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারকে আক্রমণ করতে গিয়ে রাহুল জানান, একদিকে শুধু বড় বড় ভাষণ দেওয়া হচ্ছে এবং বিদ্বেষ ছড়ানো হচ্ছে। অন্যদিকে, কৃষক-আত্মহত্যা বেড়েই চলেছে এবং যুব সম্প্রদায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েছে।
তিনি বলেন, কংগ্রেস সকলের জন্য। সবার জন্য কাজ করে। আর আমাদের কাজ হল বৈচিত্র্যের মধ্যে একতার প্রসার করা। কিন্তু, আজ ভারতে শাসক দল অন্যভাবে কাজ করছে।
কংগ্রেস সভাপতির মতে, ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বিতা ছিল চিনের সঙ্গে। হয় কর্মসংস্থান চিনে যাবে, না হলে ভারতে আসবে। তিনি বলেন, বিজেপি-আরএসএস দেশবাসীর মধ্যেই বিভেদ সৃষ্টি করছে। ওরা দেশের মধ্যেই ঘৃণা-বিদ্বেষ ছড়াচ্ছে। সেখানে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করে এগিয়ে চলি।