এক্সপ্লোর
এই ফল ২০১৯-এ বিজেপি-র বিদায়ের ইঙ্গিত দিচ্ছে, দাবি এনসিপি-র

মুম্বই: রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ের বিধানসবা নির্বাচনের ফল থেকে ইঙ্গিত মিলেছে, ২০১৯-এ লোকসভা নির্বাচনে এনডিএ সরকারের পতন হচ্ছে। এমনই দাবি করলেন এনসিপি-র প্রধান মুখপাত্র নবাব মালিক। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ‘বিজেপি ৫-০ হারের মুখে। বিজেপি নেতাদের ঔদ্ধত্যের বিরুদ্ধে ভোট দিয়েছেন মানুষ। এটি নরেন্দ্র মোদী সরকারের জন-বিরোধী ও কৃষক-বিরোধী নীতিরও পরাজয়।’ রাজস্থান ও ছত্তীসগঢ়ে বিজেপি-কে ক্ষমতাচ্যুত করে কংগ্রেসের সরকার গঠন নিশ্চিত হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে এখানেও কংগ্রেস জয় পেতে পারে। এই পরিস্থিতিতে বিজেপি-কে আক্রমণ করে মালিক বলেছেন, ‘বিজেপি যেভাবে নিজেদের রাজ্যেই হারের স্বাদ পেয়েছে, তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ২০১৯-এ বিজেপি-র বিদায় হচ্ছে। নির্বাচনের ফলে বেকারত্ব, জিএসটি ও নোট বাতিলের প্রভাব পড়েছে। আরএসএস বুঝতে পেরেছিল বিজেপি হেরে যাবে। তাই ওরা রাম মন্দির ইস্যু তুলেছিল। কিন্তু মানুষ নির্বাচনে বিজেপি-র রাম নাম সত্য করে দিয়েছেন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















