(Source: ECI/ABP News/ABP Majha)
CBSE Class 10 Result Date: আগামী সপ্তাহেই প্রকাশিত হতে পারে সিবিএসই দশমের ফল
CBSE Class 10 results update: এখনও ফল প্রকাশের দিন সম্পর্কে কিছু জানা যায়নি।
নয়াদিল্লি: গতকালই সিবিএসই দ্বাদশের ফল প্রকাশিত হয়েছে। এবার সিবিএসই দশমের ফল প্রকাশিত হওয়ার অপেক্ষা। সিবিএসই সূত্রে খবর, আগামী সপ্তাহেই ফল প্রকাশিত হতে পারে। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তবে এখনও ফল প্রকাশের দিন সম্পর্কে কিছু জানা যায়নি।
সংবাদ সংস্থা এএনআই-কে সিবিএসই-র পরীক্ষা কন্ট্রোলার শন্যম ভরদ্বাজ জানিয়েছেন, ‘আমরা দশম শ্রেণির ফল প্রকাশের প্রস্তুতি শুরু করে দিচ্ছি। আগামী সপ্তাহেই ফল প্রকাশের চেষ্টা করছি।’ সিবিএসই-র পরীক্ষা কন্ট্রোলার আরও জানিয়েছেন, ‘আমরা এমন একটি ব্যবস্থা চালু করেছি, যার মাধ্যমে একটির বেশি পরীক্ষা নেওয়া সম্ভব হয়। সেই পরীক্ষার ফলের ভিত্তিতে ভবিষ্যতে এই ধরনের অতিমারীর সময় ঠিকমতো ফল প্রকাশ করা সম্ভব হবে।’
গতকাল প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশের ফল। পরিসংখ্যান বলছে, সিবিএসই-র দ্বাদশে এবার সারা দেশে নাম নথিভুক্ত করেছিলেন ১৩ লক্ষ ৪ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী। তার মধ্যে ৯৫ শতাংশের ওপর নম্বর পেয়েছেন ৭০ হাজারের বেশি পরীক্ষার্থী। দেড় লক্ষের বেশি পরীক্ষার্থী ৯০ থেকে ৯৫ শতাংশের মধ্যে নম্বর পেয়েছেন। আগেই প্রকাশিত হয়েছে আইএসসি-র ফল। সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে এবার নাম নথিভুক্ত হয়েছিল ২৬ হাজার ৮৫৯ জনের। উত্তীর্ণ হয়েছেন ৯৯.৬৩ শতাংশ পরীক্ষার্থী, যার একটা ভাল অংশ নব্বই শতাংশের ওপর নম্বর পেয়েছেন। সেই তুলনায় উচ্চ মাধ্যমিকে এবার নাম নথিভুক্ত করেছিলেন ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন পরীক্ষার্থী। পাস পরেছেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী।
ফলাফলে দেখা যাচ্ছে ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছেন ৯ হাজার ১৩ জন, যা গত বছরের তুলনায় ২১ হাজার ২০৭ জন কম। আবার ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছেন এবার উচ্চ মাধ্যমিকে ৪৯ হাজার ৩৭০ জন, যা গত বছরের উচ্চ মাধ্যমিকের তুলনায় ৩৫ হাজার ৩৭৬ জন কম। আশি শতাংশের ওপর নম্বর প্রাপকের তালিকায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা ব্যাকফুটে চলে যাওয়ায়, কলেজে ভর্তি সঙ্কটের আশঙ্কা করছেন অনেকে।