করোনায় মৃত ৬৭ সাংবাদিকের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা কেন্দ্রের
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোভিড আক্রান্ত হয়ে মৃত ৬৭ জন সাংবাদিকের পরিবারগুলিকে আর্থিক সহায়তা অনুমোদন করা হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রকের সাংবাদিক কল্যাণ প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবার পাঁচ লক্ষ টাকা করে পাবে। দ্রুততার সঙ্গে আবেদন নিষ্পত্তির জন্য জেডব্লুএস বৈঠক কমিটি সাপ্তাহিক ভিত্তিতে করবে।
নয়াদিল্লি: করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত সাংবাদিকদের পরিবারগুলিকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দানের প্রস্তাব অনুমোদন করল কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রকের সাংবাদিক কল্যাণ প্রকল্পে (জেডব্লুএস) –এর আওতায় এই আর্থিক সহায়তা দেওয়া হবে। করোনা আক্রান্ত হয়ে মৃত ৬৭ জন সাংবাদিকের পরিবারবর্গকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে সংবাদসংস্থা জানিয়েছে। এ কথা জানিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোভিড আক্রান্ত হয়ে মৃত ৬৭ জন সাংবাদিকের পরিবারগুলিকে আর্থিক সহায়তা অনুমোদন করা হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রকের সাংবাদিক কল্যাণ প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবার পাঁচ লক্ষ টাকা করে পাবে। দ্রুততার সঙ্গে আবেদন নিষ্পত্তির জন্য জেডব্লুএস বৈঠক কমিটি সাপ্তাহিক ভিত্তিতে করবে।
যদিও করোনার প্রাদুর্ভাবের পর এখনও পর্যন্ত আড়াইশোর বেশি সাংবাদিক মারা গিয়েছেন বলে খবর। তবে কেন্দ্র শুধু ৬৭ জন মৃত সাংবাদিকের পরিবারবর্গকে আর্থিক সহায়তা দেবে।
দিল্লির ইনস্টিটিউট অফ পারসেপশন স্টাডিজের সমীক্ষা অনুসারে, ২০২০-এর এপ্রিল থেকে ২০২১-এর ১৬ মে পর্যন্ত ২৩৮ জন সাংবাদিক করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ১৯ জুনের মধ্যে ওই সংখ্যা বেড়ে হয়েছে ২৫৩। প্রাপ্ত তথ্য অনুসারে এই সংখ্যা সামনে এসেছে। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি বলে সমীক্ষায় বলা হয়েছে। এই সমীক্ষা বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ সংবাদমাধ্যমের কর্মীদের ক্ষেত্রে আরও বেশি প্রভাব ফেলেছে। চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৬-মে-এই দেড় মাসের মধ্যে ১৭১ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে।
২০২০-এর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৫৬ সাংবাদিক। আরও ১১ জন সাংবাদিক মারা যান ২০২১ এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে।
পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলি ইতিমধ্যেই সাংবাদিকদের করোনার বিরুদ্ধে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে ঘোষণা করেছে। এরফলে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা পেতে পারেন সাংবাদিকরা।
এখন কেন্দ্র যে ৬৭ জন সাংবাদিকের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা করেছে, তাদের মধ্যে ৪১ টি পরিবারকে ২০২০-তে সহায়তা প্রদান করা হয়েছে। এ বছর মৃত ২৬ জন সাংবাদিকের পরিবারকে আর্থিক সহায়তা দেবে। সবমিলিয়ে সংখ্যা ৬৭।