আধারের তথ্য সংশোধন বা আপডেট সংক্রান্ত নিয়মে বদল ইউআইডিএআই-এর, লাগবে ১০০ টাকা
আধার সংক্রান্ত তথ্য সংশোধন বা আপডেট করার জন্য আধার সেবা কেন্দ্রে যাওয়া যেতে পারে বা ইউআইডিএআই-এর ওয়েবসাইটে গিয়েও আপডেট করা যেতে পারে।
#AadhaarUpdateChecklist
Whether you update one field or many, charges for the #AadhaarUpdate will be Rs. 100 (if you are also updating biometrics) and Rs. 50 (if only demographics details are being updated). List of acceptable documents: https://t.co/BeqUA07J2b pic.twitter.com/6YlYPJFN6L
— Aadhaar (@UIDAI) August 27, 2020
আধার সংক্রান্ত তথ্য সংশোধন বা আপডেট করার জন্য আধার সেবা কেন্দ্রে যাওয়া যেতে পারে বা ইউআইডিএআই-এর ওয়েবসাইটে গিয়েও আপডেট করা যেতে পারে। কারও নাম, বাড়ির ঠিকানা বা জন্মতারিখ সংক্রান্ত তথ্য সংশোধন বা আপডেট করার জন্য নথি জমা দিতে হবে। পরিচয়পত্র হিসেবে ৩২টি নথি প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে বলে জানিয়েছে ইউআইডিএআই। বাড়ির ঠিকানার প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে ৪৫টি নথি। জন্মতারিখের প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে ১৫টি নথি। এগুলির মধ্যে যে কোনও একটি নথি জমা দিলেই চলবে।
#AadhaarUpdateChecklist
No document required to update mobile number in Aadhaar. Just carry your Aadhaar to any nearby Aadhaar Kendra and place an update request.
(Charges: Rs. 50). Get details of nearby Aadhaar Kendra from: https://t.co/oCJ66DD0fK pic.twitter.com/nKpdD59sqQ
— Aadhaar (@UIDAI) August 28, 2020
ইউআইডিএআই-এর ওয়েবসাইটে গিয়ে যদি কোনও তথ্য আপডেট না করা যায়, তাহলে আধার সেবা কেন্দ্রে যোগাযোগ করতে হবে। তবে আধারের তথ্য সংশোধন বা আপডেট বারবার করা যাবে না। এ বিষয়ে ইউআইডিএআই-এর নিষেধাজ্ঞা রয়েছে। তাই তথ্য আপডেট বা সংশোধনের সময় সতর্ক থাকা জরুরি।
#AadhaarUpdateChecklist
No document required to update/ add email ID to your Aadhaar. You get alerts related to your Aadhaar on this email ID. Take your Aadhaar to any nearby Aadhaar Kendra (https://t.co/oCJ66DD0fK) and place an update request. (Charges: Rs. 50) pic.twitter.com/28yx36Gr5u
— Aadhaar (@UIDAI) August 29, 2020