LIVE UPDATE: রাফাল চুক্তি নিয়ে রিট পিটিশনের রায়: পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
LIVE
Background
নয়াদিল্লি: বৃহস্পতিবার রাফাল চুক্তি নিয়ে রিট পিটিশনের রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। রাফাল চুক্তির সব তথ্য প্রকাশ্যে আনেনি মোদি সরকার। এই অভিযোগে, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল।
নির্বাচনের আগে ভোটের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিল রাফাল। ফ্রান্সের দাসোঁ এভিয়েশনের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনে কেন্দ্রীয় সরকার। এই যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে বড়সর দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলে এনডিএ-বিরোধিরা। প্রচার বক্তৃতায় রাহুল গাঁধীর মুখে বারবার উঠে এসেছে রাফাল- দুর্নীতির অভিযোগ। এই বিষয়ে সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। কিন্তু সেই আর্জি খারিজ হয়, কেন্দ্রকে ক্লিন চিট দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রিট পিটিশন দাখিল করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা ও অরুণ শৌরি এবং সমাজকর্মী ও আইনজীবী প্রশান্ত ভূষণ।
এই রিট পিটিশনের শুনানিও শেষ হয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে। রায় দেবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি সঞ্জয় কিষণ কৌল এবং বিচারপতি কে এম জোসেফের বেঞ্চ। মামলাকারীদের অভিযোগ ছিল, রাফাল চুক্তির সব তথ্য কেন্দ্র সামনে আনেনি। তাই আগের রায় পুনর্বিবেচনা করে সিবিআই তদন্তের নির্দেশ দিক শীর্ষ আদালত। সেই আবেদনের ভিত্তিতে রায় ঘোষণা হবে বৃহস্পতিবার। শবরীমালা নিয়ে রায় ঘোষণার দিনেই।
প্রধান বিচারপতির পদ থেকে রঞ্জন গগৈ-এর অবসরের দিন ১৭ নভেম্বর। কিন্তু ওই দিন রবিবার হওয়ায় তাঁর অফিসের শেষ দিন ১৫ নভেম্বর শুক্রবার। তার আগেই দেশের ইতিহাসে সাড়া জাগানো এই দুই গুরুত্বপূর্ণ মামলার রিট পিটিশনের রায় দেবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।