আস্থাভোটের আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার ঘোষণা কমলনাথের
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এদিন বিকেল ৫টার মধ্যে মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থাভোট হওয়ার কথা ছিল
ভোপাল: আস্থাভোটের ঠিক আগেই মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারের পতন। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কমলনাথ। এদিন পৌনে একটা নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপাল লালজি টন্ডনের সঙ্গে দেখা করে তাঁর হাতে পদত্যাগপত্র তুলে দেন কমলনাথ। এর আগে, দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করেন কমলনাথ। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এদিন বিকেল ৫টার মধ্যে মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থাভোট হওয়ার কথা ছিল। রাজনৈতিক মহলের মতে, হার নিশ্চিত জেনে আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন কমলনাথ। এর আগে ২২ জন কংগ্রেস বিধায়ক সহ ২৩ জনের ইস্তফা মঞ্জুর করেন রাজ্যপাল। ১৫ মাস আগে মধ্যপ্রদেশে সরকার গঠন করে কংগ্রেস। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেসত্যাগের পর থেকেই মধ্যপ্রদেশে বেসামাল কমলনাথ সরকার। এই ঘটনায় বিজেপি নেতা ট্যুুইট করে বলেন, মধ্যপ্রদেশে আজ জনতার জয় হল। আমি সর্বদা মেনে এসেছি যে রাজনীতি জনসেবার মাধ্যম হওয়া উচিত। কিন্তু কংগ্রেস সরকার এই রাস্তা থেকে ছিটকে গিয়েছিল। সত্যের জয় হল।
मध्य प्रदेश में आज जनता की जीत हुई है। मेरा सदैव ये मानना रहा है कि राजनीति जनसेवा का माध्यम होना चाहिए, लेकिन प्रदेश सरकार इस रास्ते से भटक गई थी। सच्चाई की फिर विजय हुई है। सत्यमेवजयते।
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) March 20, 2020