এক্সপ্লোর
Advertisement
কয়েকদিন পরেই সন্তানের জন্ম দেওয়ার কথা স্ত্রীর, তার আগেই কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় মৃত্যু কো-পাইলটের
অখিলেশের আত্মীয় বাসুদেব জানিয়েছেন, তিনি ২০১৭ সালে এয়ার ইন্ডিয়ায় যোগ দেন।
নয়াদিল্লি: গতকাল কেরলের কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কো-পাইলট অখিলেশ কুমার। তাঁর সঙ্গেই মৃত্যু হয়েছে ক্যাপ্টেন দীপক শাঠে ও কয়েকজন যাত্রীর। অখিলেশের আত্মীয় বাসুদেব জানিয়েছেন, ‘তিনি ২০১৭ সালে এয়ার ইন্ডিয়ায় যোগ দেন। ২০১৮ সালের ডিসেম্বরে তাঁর বিয়ে হয়। লকডাউন জারি হওয়ার আগে তিনি শেষবার বাড়ি এসেছিলেন। তিনি অত্যন্ত ভদ্র, বিনয়ী ও মার্জিত ব্যক্তি ছিলেন। আগামী দু’সপ্তাহের মধ্যেই তাঁর স্ত্রীর সন্তানের জন্ম দেওয়ার কথা।’
অখিলেশের বাবা তুলসি রাম জানিয়েছেন, ‘গতকাল রাতে আমাদের ফোন করে কেরলে বিমান দুর্ঘটনার কথা জানানো হয়। প্রথমে বলা হয়, আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক। পরে ওর মৃত্যুর খবর জানানো হয়। খবর পেয়ে ওর জামাইবাবু ও ভাই কেরলে গিয়েছে।’
ক্যাপ্টেন দীপকের আত্মীয় নীলেশ শাঠে ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘আমার আত্মীয়ের চেয়েও বেশি বন্ধু ছিল দীপক। ও আর বেঁচে নেই, সেটা বিশ্বাস হচ্ছে না। ওর ৩৬ বছর ধরে বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। ২০০৫ সালে বাণিজ্যিক পাইলট হিসেবে এয়ার ইন্ডিয়ায় যোগ দেওয়ার আগে ও ২১ বছর ভারতীয় বায়ুসেনায় ছিল। ওর সঙ্গে এক সপ্তাহ আগেই কথা হয়। ও সবসময় হাসিখুশি ছিল।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
খবর
Advertisement