এক্সপ্লোর
Advertisement
ঘুমের মধ্যে প্যান্টের ভেতর ঢুকে গেল সাপ, সাত ঘণ্টা ঠায় দাঁড়িয়ে থেকে প্রাণরক্ষা যুবকের
জীবন-মৃত্যুর লড়াইয়ে শেষপর্যন্ত জয়ী হলেন ওই যুবক। আরও ভালো করে বললে, তাঁর ধৈর্য্য ও অপরিসীম সাহসিকতার জয় হল।
লখনউ: আঁতকে ওঠার মতো ঘটনা উত্তরপ্রদেশের মির্জাপুরের সিকান্দরপুর গ্রামে। রাতে যখন ঘুমিয়েছিলেন, তখনই কখন একটা বিষধর সাপ ঢুকে যায় এক যুবকের প্যান্টের ভেতরে। জীবন-মৃত্যুর লড়াইয়ে শেষপর্যন্ত জয়ী হলেন ওই যুবক। আরও ভালো করে বললে, তাঁর ধৈর্য্য ও অপরিসীম সাহসিকতার জয় হল।
ওই এলাকায় বিদ্যুত্ লাইন গড়ে তোলার কাজ করছিলেন একদল শ্রমিক। তাঁদের মধ্যেই একজন ওই যুবক।
দিনের কাজ শেষ করে তাঁদের জন্য বরাদ্দ একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শ্রমিকরা ঘুমিয়ে পড়েন। মাঝরাতে অস্বস্তি অনুভব করায় ঘুম ভেঙে যায় ওই যুবকের। বুঝতে পারেন, প্যান্টের ভেতর কিছু একটা ঢুকে পড়েছে। ভালো করে লক্ষ্য করে যা দেখলেন, তাতে শিউরে উঠলেন তিনি। তাঁর জিন্সের প্যান্টের ভেতর যা ঢুকেছে, তা একটা গোখরো সাপ।
ওই অবস্থায় যুবকটি তীব্র মানসিক দৃঢ়তার পরিচয় দেন। নড়াচাড়ায় সাপটি যাতে কোনওভাবে বিরক্ত না হয়, তা নিশ্চিত করতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একটি থাম ধরে বাকি রাত দাঁড়িয়ে ছিলেন তিনি।
সাপটি বের করে যুবকের প্রাণ বাঁচাতে তাঁর সহকর্মীরা কোনও একজন সাপুড়েকে ডেকে আনতে ছোটেন। দীর্ঘ সাত ঘণ্টার অপেক্ষার পর একজন সাপুড়ে আসেন। তিনি যুবকের প্যান্ট কেটে সাপটিকে বের করে আনেন। স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। আর যুবকের মানসিক দৃঢ়তা ও সংযমের কারণে গোখরোটি তাঁকে কামড়ায়নি। সোশ্যাল মিডিয়ায় এই রুদ্ধশ্বাস ঘটনার ভিডিও সামনে এসেছে।cobra snake enters young man jeans pant while sleeping man stand for 7 hours holding a pillar at mirzapur up @susantananda3 pic.twitter.com/6t1KsIHeTO
— Koushik Dutta (@MeMyselfkoushik) July 29, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement