এক্সপ্লোর
Advertisement
আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ, সংস্থার প্রতীকের রং কালো করে দিল ট্যুইটার, সামিল অন্যান্য কোম্পানিগুলোও
সার্চ ইঞ্জিন গুগল, নেটফ্লিক্স, সিটিগ্রুপও প্রতিবাদে সামিল। তবে এই সংস্থাগুলো ভারতে প্রতিবাদের একই রাস্তায় হাঁটেনি।
নয়াদিল্লি: কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে ক্ষোভে উত্তাল আমেরিকা। গোটা বিশ্বজুড়ে বইছে সমালোচনা আর নিন্দার ঝড়। এবার তাতে সামিল হল ট্যুইটার, গুগল ও ইউটিউব।
ট্যুইটারের লোগো হিসাবে ব্যবহৃত হয় নীল পাখির ছবি। আমেরিকায় পুলিশি অত্যাচারে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ট্যুইটার কর্তৃপক্ষ তাদের লোগোর পাখিটির রং বদলে কালো করে দিয়েছে।
পাশাপাশি নাইকি, রিবকের মতো বহুজাতিক সংস্থা বর্ণবিদ্বেষ ও হিংসার প্রতিবাদে এক যোগে প্রতিবাদের ডাক দিয়েছে। প্রতিবাদ জানাতে বেশ কিছু ভিডিও রিলিজ করেছে এই দুই সংস্থা।
পাশাপাশি সার্চ ইঞ্জিন গুগল, নেটফ্লিক্স, সিটিগ্রুপও প্রতিবাদে সামিল। তবে এই সংস্থাগুলো ভারতে প্রতিবাদের একই রাস্তায় হাঁটেনি। অনেকে বলছেন, ভারতের সংস্কৃতি যার নেপথ্যে অন্যতম কারণ। ব্র্যান্ড স্ট্র্যাটেজি বিশেষজ্ঞ হরিশ বিজুর বলছেন, ‘ভারতের তুলনায় বিশ্বের যে সমস্ত দেশে মানুষের ক্রয়ক্ষমতা বেশি এবং এই সমস্ত সংস্থার ক্রেতা বা উপভোক্তাদের একটা বড় অংশ বাস করেন, সেখানে এই ব্ল্যাক লাইভস ম্যাটার ক্যাম্পেন অনেক বেশি ফলপ্রসূ হবে এবং এর সুফল পাবে ওই সংস্থাগুলোও।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement