সলমনের ‘লাভরাত্রি’ হিন্দু ভাবাবেগে আঘাত করবে, অভিযোগে মামলা
মুজফ্ফরপুর (বিহার): এবার ছবির নাম ঘিরে বিতর্কে সলমন খান। খবরে প্রকাশ, বলিউড সুপারস্টারের আসন্ন ‘লাভরাত্রি’ ছবির টাইটেল নিয়ে আপত্তি জানিয়ে বৃহস্পতিবার বিহারের মুজফ্ফরপুরে অভিনেতা সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সুধীর কুমার ওঝা নামে জনৈক আইনজীবী।
অভিযোগকারীর দাবি, ছবির নামের মাধ্যমে পরোক্ষভাবে নবরাত্রি উৎসবকে অপমান করে আদতে হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে। তাঁর আরও অভিযোগ, সলমন প্রযোজিত ছবিটি অশ্লীলতার প্রচার করেছে। পাশাপাশি, দেবী দুর্গাকে অবমাননা করা হয়েছে। অভিযোগে ওঝা বলেন, ছবিটি আগামী ৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে। তার কিছুদিনের মধ্যেই নবরাত্রি। এই ছবির ফলে হিন্দু ভাবাবেগে আঘাত লাগবে।
অভিযোগকারী জানান, বিভিন্ন মাধ্যমে মুকি পাওয়া ছবি টিজার ও ট্রেলার দেখেই তাঁর এটা মনে হয়েছে। সলমন খান সহ অন্যান্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (প্রার্থনাস্থলের ক্ষতি করা), ২৯৮ (ধর্মীয় ভাবাবেগে আঘাত), ১৫৩ (হিংসা বাঁধানোর উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য), ১৫৩বি (জাতীয় সংহতিতে আঘাত) এবং ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আগামী শুনানি ১২ সেপ্টেম্বর।