এক্সপ্লোর
Advertisement
কংগ্রেস কখনওই বলেনি,রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রী করতে হবে: চিদম্বরম
চেন্নাই: আগামী লোকসভা নির্বাচনের পর বিরোধী দলগুলির জোট সরকার ক্ষমতায় এলে রাহুল গাঁধীকেই প্রধানমন্ত্রী করতে হবে, এমন কথা কংগ্রেস ‘আনুষ্ঠানিকভাবে’ কখনও বলেনি। এমনই মন্তব্য করেছেন কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরম। তিনি বলেছেন, বিজেপি সরকারকে ক্ষমতাচ্যূত করে ‘প্রগতিশীল’ বিকল্পকে ক্ষমতায় নিয়ে আসাই কংগ্রেসের লক্ষ্য। আগামী বছরের লোকসভা নির্বাচনে বিরোধীরা জিতলে প্রধানমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত নেবে শরিক দলগুলি।
চিদম্বরম বলেছেন, ‘রাহুল গাঁধীকেই প্রধানমন্ত্রী করতে হবে, এমন কথা কংগ্রেস আনুষ্ঠানিকভাবে বলেনি। দু-একজন এ ব্যাপারে কথা বললে আইসিসি নেতৃত্ব বিষয়টি নিয়ে তাঁদের আলোচনা না করতে বলেছে। প্রধানমন্ত্রীত্ব নিয়ে আমাদের কোনও ইস্যু নেই’।
চিদম্বরম বলেছেন, বিজেপিকে সরিয়ে প্রগতিশীল বিকল্পকে ক্ষমতায় নিয়ে আসাই কংগ্রেসের লক্ষ্য। তিনি বলেছেন, এমন সরকার তাঁরা চান যেখানে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ হবে না। নাগরিকদের ভয় দেখানো হবে না। ব্যবসায়ী ও উদ্যোগপতিদের ওপর কর-সন্ত্রাস চালাবে না।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, মহিলা ও শিশুদের সুরক্ষা ওই সরকারের প্রধান বৈশিষ্ট্য হবে এবং ওই সরকার কৃষকদের স্বার্থে কাজ করবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement