এক্সপ্লোর
Advertisement
রাফালে চুক্তির স্বাধীন তদন্ত চেয়ে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনে কংগ্রেস, মোদীকে চোরেদের সর্দার বললেন রাহুল
নয়াদিল্লি: রাফালে যুদ্ধবিমান চুক্তির স্বাধীন তদন্ত দাবি করে এবার সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন বা সিভিসি-তে গেল কংগ্রেস। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করার জন্য সিভিসি-কে অনুরোধ করেছে তারা। গতকাল কংগ্রেস প্রতিনিধিরা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের সঙ্গে দেখা করে রাফালে চুক্তিতে দুর্নীতির অভিযোগ করে এ নিয়ে সংসদে রিপোর্ট দেওয়ার অনুরোধ করেন।
কেন্দ্রের প্রতি আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে আজ কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী প্রধানমন্ত্রীকে চোরেদের সর্দার বলেছেন। প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অল্যাঁর রাফালে চুক্তি সংক্রান্ত বক্তব্যের ভিডিও টুইট করেছেন তিনি।
The sad truth about India's Commander in Thief. pic.twitter.com/USrxqlJTWe
— Rahul Gandhi (@RahulGandhi) September 24, 2018
আজ কংগ্রেসের কয়েকজন বরিষ্ঠ নেতা সিভিসি কে চৌধুরীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। এঁদের মধ্যে ছিলেন, গুলাম নবি আজাদ, আহমেদ প্যাটেল, আনন্দ শর্মা, কপিল সিবাল, রণদীপ সিংহ সুরজেওয়ালা, জয়রাম রমেশ, অভিষেক মনু সিংভি, মণীশ তেওয়ারি প্রমুখ। এঁরা দাবি করেন, সরকারের এই চুক্তিতে সাধারণ মানুষের বহু টাকা ক্ষতি হয়েছে, যেভাবে সরকারি সংস্থা হ্যালকে পাশ কাটিয়ে কয়েকজন ‘ব্যবসায়ী বন্ধু’কে বরাত দেওয়া হয়েছে তাতে সঙ্কটে পড়েছে জাতীয় নিরাপত্তা।
কংগ্রেস কিছুদিন ধরে দাবি করেছে, রাফালে চুক্তি নিয়ে বড়মাপের দুর্নীতি হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এর সঙ্গে যুক্ত। এর মধ্যে প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অল্যাঁ ভারত সরকারের চাপেই রিলায়েন্স ডিফেন্সকে এই চুক্তিতে অংশীদার করা হয়েছে বলে দাবি করায় রাফালে বিতর্ক গত সপ্তাহে ঘোরালো মোড় নেয়। ২০১৫-র ১০ এপ্রিল এই অল্যাঁর সঙ্গে আলোচনা শেষে প্রধানমন্ত্রী ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফালে যুদ্ধবিমান কেনা সংক্রান্ত চুক্তি করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement