এক্সপ্লোর
Advertisement
সারদাকাণ্ডে অসমের অর্থমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সিবিআই, অভিযোগ কংগ্রেসের
গুয়াহাটি: সারদাকাণ্ডে জড়িত থাকলেও, অসমের হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি সিবিআই। এমনই অভিযোগ করল অসম কংগ্রেস। আজ প্রাক্তন মন্ত্রী তথা অসম প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রদ্যুত বরদলই বলেছেন, ‘সিবিআই এখনও শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তিনি বিজেপি-তে যোগ দেওয়ার পরেই তদন্ত বন্ধ হয়ে গিয়েছে। রবিবার রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, চিটফান্ড দুর্নীতিতে জড়িত ছিলেন শর্মা। তিনি যখন কংগ্রেসে ছিলেন, তখন তাঁর বিরুদ্ধে তদন্ত হয়। কিন্তু তিনি বিজেপি-তে যোগ দেওয়ার পরেই তদন্ত বন্ধ হয়ে গিয়েছে।’
প্রদ্যুতের আরও অভিযোগ, ‘বিজেপি অভিযোগ করেছিল, সারদা ছাড়াও লুইস বার্জার দুর্নীতিতে জড়িত শর্মা। এই দুর্নীতির তদন্তে গোয়ায় কয়েকজনকে গ্রেফতার করা হয়। কিন্তু অসমে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মনে হচ্ছে হিমন্ত বিজেপি-তে যোগ দেওয়ার পরেই সব অভিযোগ থেকে রেহাই পেয়েছেন। নিজেকে বাঁচানোর জন্য হিমন্তর দল বদলের ইতিহাস আছে। তাঁর বিরুদ্ধে যখন টাডা মামলা দায়ের হয়, তখন তিনি উলফা ছেড়ে কংগ্রেসে যোগ দেন। আবার সারদা ও লুইস বার্জার দুর্নীতি থেকে বাঁচতে বিজেপি-তে যোগ দিয়েছেন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement