এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশে ৮০টি আসনেই একা লড়াই করবে কংগ্রেস, ঘোষণা গুলাম নবি আজাদের
লখনউ: আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ৮০টি আসনেই একা লড়াই করবে কংগ্রেস। আজ এই ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস সাধারণ সম্পাদক গুলাম নবি আজাদ। তিনি আশাবাদী, একা লড়াই করেই বিজেপি-কে হারাতে সক্ষম হবে কংগ্রেস এবং দলের আসনও বাড়বে।
গতকালই সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী জোটের কথা ঘোষণা করেছেন। এই জোটে কংগ্রেসকে সামিল করা হয়নি। রায়বরেলি ও অমেঠি অবশ্য কংগ্রেসকে ছাড়ার কথা জানিয়েছেন অখিলেশ-মায়াবতী। এরপর আজ বৈঠকে বসেন কংগ্রেস নেতারা। এই বৈঠকের পর আজাদ জানিয়েছেন, ‘উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনে ৮০টি আসনেই এক লড়াই করবে কংগ্রেস এবং বিজেপি-কে হারাবে। তবে যদি কোনও রাজনৈতিক দল কংগ্রেসের সঙ্গে আসতে চায় এবং কংগ্রেস মনে করে সেই দলটি বিজেপি-র বিরুদ্ধে লড়াই করতে পারবে, তাহলে সেই দলের সঙ্গে জোট করা হবে।’
আজাদ আরও বলেছেন, ‘আমরা চেয়েছিলাম উত্তরপ্রদেশে বিজেপি-বিরোধী মহাজোটে সামিল হোক কংগ্রেস। কিন্তু কেউ যদি একসঙ্গে পথ চলতে রাজি না হয়, তাহলে কিছু করার নেই। জোটে জায়গা না হওয়ায় কংগ্রেস কর্মীরা মোটেই হতাশ নন। উল্টে তাঁরা বলছেন, জোট হলে দলকে ২৫টি আসনে লড়াই করতে হত। কিন্তু এখন দল উত্তরপ্রদেশে ৮০টি আসনেই লড়াই করবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement