এক্সপ্লোর
করোনায় মৃত্যু নোদাখালি থানার পুলিশ আধিকারিকের, ভুগছিলেন জ্বর-শ্বাসকষ্টে
Corona Death: করোনায় ফের পুলিশ আধিকারিকের মৃত্যু। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল নোদাখালি থানার আইসি অনিন্দ্য বসুর।
![করোনায় মৃত্যু নোদাখালি থানার পুলিশ আধিকারিকের, ভুগছিলেন জ্বর-শ্বাসকষ্টে Corona Death: IC of Nodakkhali PS Died Of Coronavirus করোনায় মৃত্যু নোদাখালি থানার পুলিশ আধিকারিকের, ভুগছিলেন জ্বর-শ্বাসকষ্টে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/29144700/web-nodakhali-ic-corona-death-still-291020.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: করোনায় ফের পুলিশ আধিকারিকের মৃত্যু। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল নোদাখালি থানার আইসি অনিন্দ্য বসুর। সপ্তাহ দুয়েক আগে জ্বর, শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। গতকাল স্থানান্তর করা হয় বাইপাস লাগোয়া হাসপাতালে। রাতে ওই পুলিশ আধিকারিকের মৃত্যু হয়। মাস তিনেক আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্য হয় নোদাখালি থানার এক কনস্টেবলের।
সম্প্রতি ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারের সঞ্জয় সিংহের করোনায় মৃত্যু হয়। এক সপ্তাহ আগে তিনি হাসপাতালে ভর্তি হন। কলকাতা সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।
এর আগে, গত ১৮ তারিখ করোনায় মারা যান এএসআই সিদ্ধান্তশেখর দে। কলকাতা সশস্ত্র পুলিশের পঞ্চম ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ায় ভর্তি করা হয়েছিল বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
একইদিনে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর মৃত্যু হয় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার এক এসআইয়ের। করোনা আক্রান্ত হওয়ায় আড়াইমাস ধরে বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন হোমবাহাদুর থাপা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)