এক্সপ্লোর
Advertisement
জেনে নিন, করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে কারা যোগ দিতে পারবেন, কারা পারবেন না
বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো ভারতেও চলছে ভ্যাকসিন নিয়ে গবেষণা। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ। তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে।
কলকাতা: রাশিয়া বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো ভারতেও চলছে ভ্যাকসিন নিয়ে গবেষণা। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ। তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। কেউ যদি এই ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দিতে চান, তাহলে কী করতে হবে দেখে নেওয়া যাক-
মহারাষ্ট্রের পুণেতে চলছে অক্সফোর্ডের কোভিশিল্ডের গবেষণা। এই গবেষণা চালাচ্ছে সিরাম ইনস্টিটিউট। এই ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দিতে হলে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে-
- বয়স হতে হবে ১৮ থেকে ৯৯ বছরের মধ্যে।
- পুরুষ বা মহিলা, যে কোনও লিঙ্গের মানুষই যোগ দিতে পারেন।
- যাঁরা ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দেবেন, তাঁদের লিখিত সম্মতি থাকতে হবে।
- গবেষণা যেখানে চলছে সেখানে থাকতে হবে এবং যাবতীয় বিধি মেনে চলতে হবে।
- চিকিৎসা সংক্রান্ত ইতিহাস এবং বর্তমান শারীরিক অবস্থা অনুযায়ী সুস্থ বলে বিবেচিত ব্যক্তিরাই ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দিতে পারবেন।
- সন্তানের জন্ম দেওয়ার সম্ভাবনা রয়েছে এমন কোনও মহিলা যদি ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দিতে চান, তাহলে গবেষণা শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে তাঁর ইউরিন প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ হতে হবে।
- যদি কারও জ্বর সহ বা জ্বর ছাড়া কঠিন অসুখ থাকে।
- বাড়িতে বা অফিসে ঘনিষ্ঠ কারও যদি করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
- কারও শরীরে যদি করোনার অ্যান্টিবডি থাকে।
- আরটি-পিসিআর পরীক্ষায় অতীতে বা বর্তমানে করোনা ভাইরাস ধরা পড়লে।
- অতীতে কোনও ভ্যাকসিন নিয়ে অ্যালার্জি বা অন্য কোনওরকম শারীরিক সমস্যা হলে।
- শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে।
- বয়স হতে হবে ১২ থেকে ৬৫ বছরের মধ্যে।
- লিখিত ও অডিও-ভিস্যুয়াল সম্মতিপত্র দিতে হবে।
- কোনও অসুস্থতা থাকবে না। হৃদস্পন্দন, রক্তচাপ স্বাভাবিক থাকবে।
- গবেষণা যেখানে চলছে সেখানে থাকতে হবে এবং যাবতীয় বিধি মেনে চলতে হবে।
- সন্তানের জন্ম দেওয়ার সম্ভাবনা রয়েছে এমন কোনও মহিলা যদি ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দিতে চান, তাহলে গবেষণা শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে তাঁর ইউরিন প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ হতে হবে।
- যদি কারও জ্বর সহ বা জ্বর ছাড়া কঠিন অসুখ থাকে।
- বাড়িতে বা অফিসে ঘনিষ্ঠ কারও যদি করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
- কারও শরীরে যদি করোনার অ্যান্টিবডি থাকে বা করোনার অন্য কোনও গবেষণার অংশ হিসাবে প্রতিষেধক নিয়ে থাকেন।
- অতীতে কোনও ভ্যাকসিন নিয়ে অ্যালার্জি বা অন্য কোনওরকম শারীরিক সমস্যা হলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement