দিল্লির নিজামুদ্দিনে সমাবেশে যোগ দিতে আসা ৬ জনের মৃত্যু করোনায়, আক্রান্ত আরও ২৪
মার্চের ১৩ থেকে ১৫ তারিখ নিজামুদ্দিনের মার্কাজ এলাকায় ওই ধর্মীয় অনুষ্ঠান হয়।
![দিল্লির নিজামুদ্দিনে সমাবেশে যোগ দিতে আসা ৬ জনের মৃত্যু করোনায়, আক্রান্ত আরও ২৪ Coronavirus: 6 who attended Nizamuddin congregation die of COVID-19, 24 more tests positive দিল্লির নিজামুদ্দিনে সমাবেশে যোগ দিতে আসা ৬ জনের মৃত্যু করোনায়, আক্রান্ত আরও ২৪](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/31181515/covid-31.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ ও নয়াদিল্লি: তেলঙ্গনায় ৬ করোনা আক্রান্তের মৃত্যু। ওই ৬ জনই দিল্লির নিজামুদ্দিনে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। একই অনুষ্ঠানে যোগ দিয়ে আক্রান্ত আরও ২৪ জন। মার্চের ১৩ থেকে ১৫ তারিখ নিজামুদ্দিনের মার্কাজ এলাকায় ওই ধর্মীয় অনুষ্ঠান হয়। তেলঙ্গনার মুখ্যমন্ত্রীর দফতরের তরফে এই খবর জানানো হয়েছে। তেলঙ্গনা সরকারের তরফে বলা হয়েছে, ওই ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের যে বাসিন্দারা যোগ দিয়েছিলেন, তাঁদের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে। তাঁদের বিনামূল্যে পরীক্ষা ও চিকিত্সার ব্যবস্থা করা হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। তবে ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগদানকারীরা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছেন। ফলে তাঁদের নিয়েও বিভিন্ন রাজ্যে আশঙ্কা থাকছে। যে ৬ জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে ২ জন গাঁধী হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া, একজন করে মারা যান অ্যাপোলো, গ্লোবাল হাসপাতাল, নিজামাবাদ ও গাদওয়ালে। এদিকে, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানান, ওই অনুষ্ঠানে যোগ দেওয়া আরও ২৪ জন করোনা-পজিটিভ হয়েছেন। তিনি জানিয়েছেন, ওই অনুষ্ঠানে ১৫০০-১৭০০ জন উপস্থিত হয়েছিলেন। ১০৩৩ জনকে খালি করা হয়েছে। ৩৩৪ জনকে হাসপাতালে পাঠানো হয় এবং ৭০০ জনকে কোয়ারান্টিন সেন্টারে। এদিকে, সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশ থেকে ওই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ছিলেন ৭১১ জন। এর মধ্যে ৬২৬ জনকে চিহ্নিত করে তাঁদের কোয়ারান্টিনে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, এখনও ৮৫ জনের খোঁজ মিলছে না। আশঙ্কা করা হচ্ছে, এরা সকলে দিল্লিতেই রয়েছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)