এক্সপ্লোর
Advertisement
করোনা সংক্রমণের আশঙ্কাকে থোড়াই কেয়ার করে বন্ধুর পাশে, জেনে নেওয়া যাক এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি মধ্যপ্রদেশের শিবপুরীর একটি ছবি ভাইরাল হয়েছে। এই ছবিকে বন্ধুত্ব ও হিন্দু-মুসলিম সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে দেখানো হচ্ছে। এই ছবিতে এমন কী রয়েছে এবং জেনে নেওয়া যাক, বিস্তারিত ঘটনা।
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি মধ্যপ্রদেশের শিবপুরীর একটি ছবি ভাইরাল হয়েছে। এই ছবিকে বন্ধুত্ব ও হিন্দু-মুসলিম সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে দেখানো হচ্ছে। এই ছবিতে এমন কী রয়েছে এবং জেনে নেওয়া যাক, বিস্তারিত ঘটনা।
ভাইরাল হওয়া ছবিতে কী দাবি করা হচ্ছে?
ছবিটি খুবই মর্মস্পর্শী। দেখা গিয়েছে, এক যুবক মাটিতে বসে রয়েছেন, তাঁর কোলে শুয়ে রয়েছেন অন্য এক যুবক। ছবির সঙ্গে দাবি করা হচ্ছে যে, বিপদের সময় মুসলিম বন্ধু তাঁর হিন্দু বন্ধুকে ছেড়ে পালাননি। অমৃতের মৃত্যু পর্যন্ত তাঁকে আগলে রাখেন ইয়াকুব। নিজে করোনা আক্রান্ত হতে পারেন, এই চিন্তা তাঁকে বন্ধুত্বের কর্তব্য থেকে বিচলিত করতে পারেনি।
এই দাবির সত্যতা কটা?
এই ছবি যাচাই করে দেখা গিয়েছে যে, তা মধ্যপ্রদেশের শিবপুরীর। যাচাইয়ের সময় এই দুই যুবকের সঙ্গে বিজেপি তা সুরেন্দ্র শর্মার ছবিও রয়েছে। তাঁকে ওই দুই যুবককে হাসপাতালে পাঠাতে দেখা গিয়েছে।
যাচাই করে দেখা গিয়েছে যে, ওই যুবকের একজনের নাম অমৃত ও অন্যজনের নাম ইয়াকুব। দুজনেই গুজরাত থেকে উত্তরপ্রদেশেরর বস্তিতে ট্রাকে করে যাচ্ছিলেন। দুজনেই চার হাজার টাকা করে ভাড়া দিয়েছিলেন। শিবপুরী পৌঁছনোর পর অমৃতের শারীরিক অবস্থা হঠাত্ই খারাপ হয়ে যায়। জ্বর ও বমির জন্য চালক অমৃতকে ট্রাক থেকে নামিয়ে দেন। ইয়াকুবও অমৃতের সঙ্গে নেমে যান। তাঁরা দুজনে সুরাতের কাপড়ের কারখানায় কাজ করতেন।
শিবপুরী জেলা হাসপাতালের সিভিল সার্জেন চিকিত্সক পিকে খের বলেছেন, অমৃত কুমার নামে উত্তরপ্রদেশের বস্তির বাসিন্দা ২৪ বছরের যুবকের শারীরিক অবস্থা গুরুতর ছিল। বেহুঁশ ছিলেন। মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। তাপমাত্রা বাড়ছিল। তাঁর লু লেগেছে বলে আশঙ্কা করা হচ্ছিল। তাঁর চিকিত্সা করা হয়েছে। কিন্তু তিনি যেখান থেকে এসেছেন, সেখানে করোনা সংক্রমন প্রচুর ছিল। এজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নমুনা সংগ্রহ করা হয়েছে।
অমৃত করোনা আক্রান্ত কিনা, তা পরে জানা যাবে। ইয়াকুবেরও করোনা পরীক্ষা রিপোর্ট এখনও আসেনি। যাচাই করে দেখা গিয়েছেন, কঠিন সময়ে বন্ধুর পাশে থাকার এই ছবি সত্যি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement