করোনাভাইরাস: ২২ মার্চ থেকে এক সপ্তাহের জন্য দেশে নামবে না কোনও আন্তর্জাতিক বিমান, ঘোষণা কেন্দ্রের
২৯ তারিখ পর্যন্ত কোনও আন্তর্জাতিক বাণিজ্যিক বিমানকে ভারতে ল্যান্ড করতে দেওয়া হবে না।
নয়াদিল্লি: করোনাভাইরাস আতঙ্কের জের। ২২ মার্চ থেকে দেশের মাটি ছুঁতে পারবে না নির্ধারিত সূচিতে থাকা কোনও আন্তর্জাতিক যাত্রীবিমান। ওই নিয়ম এক সপ্তাহ লাগু থাকবে। একইসঙ্গে, জরুরি পরিষেবাগুলিকে বাদ দিয়ে বেসরকারি ক্ষেত্রে কর্মীদের যথাসম্ভব বাড়ি থেকে কাজ করা নিশ্চিত করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। এর পাশাপাশি, মারণ ভাইরাসের সংক্রমণের মোকাবিলা করতে আরও একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
No Scheduled international commercial passenger Aircraft shall be allowed to land in India from 22 March for one week.#CoronaVirusUpdate #IndiaFightsCorona pic.twitter.com/SMYmh7CAkU
— All India Radio News (@airnewsalerts) March 19, 2020
সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ২২ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত কোনও আন্তর্জাতিক বাণিজ্যিক বিমানকে ভারতে ল্যান্ড করতে দেওয়া হবে না। কেন্দ্রের পরামর্শ, ১০ বছরের নীচে ও ৬৫ বছরের ওপরে যারা (সরকারি আধিকারিক, মেডিক্যাল কর্মী ছাড়া)-- তাদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র। বিমান ও ট্রেন ভাড়ায় পড়ুয়া, রোগী ও প্রতিবন্ধীদের ছাড়া কাউকে বিশেষ ছাড় দেওয়া হবে না। ভারতে বর্তমানে ১৭৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৪ জন।