এক্সপ্লোর
Advertisement
করোনাভাইরাস: তালি বাজিয়ে কিছু হবে না, বড় আর্থিক প্যাকেজ দিন দিন আনা দিন খাওয়া লোকজনকে, মোদিকে কটাক্ষ রাহুলের
ট্যুইটে তিনি লিখেছেন, ‘ওদের জন্য হাততালি দিয়ে কিছু হবে না। বরং ওঁদের চাই নগদ অর্থসাহায্য, কর ছাড় বা বারবার দেওয়ার ব্যবস্থা, ঋণ পরিশোধের মতো বড় ধরনের আর্থিক প্যাকেজ।’
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে আজ সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কার্ফু পালন ছাড়াও বিকাল ৫টায় বাড়ির দরজায় দাঁড়িয়ে করোনা ভাইরাস মোকাবিলায় সামিল ডাক্তার, নার্স, সাফাইকর্মী সহ সকলকে অভিনন্দন জানিয়ে ৫ মিনিট হাততালি দিতে বা থালা বাজাতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী মনে করেন, করোনাভাইরাস সবচেয়ে বেশি সঙ্কটে ফেলেছে দেশের ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ী, দোকানদার, দিন আনি দিন খাই মজুরদের এবং তালি না বাজিয়ে তাঁদের জন্য কেন্দ্রের কোনও আর্থিক প্যাকেজ ঘোষণা করা উচিত।
ট্যুইটে তিনি লিখেছেন, ‘ওদের জন্য হাততালি দিয়ে কিছু হবে না। বরং ওঁদের চাই নগদ অর্থসাহায্য, কর ছাড় বা বারবার দেওয়ার ব্যবস্থা, ঋণ পরিশোধের মতো বড় ধরনের আর্থিক প্যাকেজ।’ সরকারের এখনই কিছু পদক্ষেপ করা উচিত বলেও ট্যুইট করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
The #Coronavirus is a sledgehammer blow to our brittle economy.
— Rahul Gandhi (@RahulGandhi) March 21, 2020
Small & medium businesses & daily wage earners are the worst hit. Clapping won’t help them. Only a massive economic package that includes direct cash transfers, tax breaks & a moratorium on loan repayments, will. pic.twitter.com/xMBW3BGk10
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেছিলেন, ‘গত ২ মাস ধরে রাতদিন হাসপাতালে, বিমানবন্দরে লাখ লাখ মানুষ রাতদিন এক করে পরিশ্রম করছেন নিজেদের প্রাণের পরোয়া না করে অন্য়দের সেবায়। ওঁদের এই ভূমিকাকে স্বীকৃতি দিন সবাই।’ বিকাল ৫টায় সাইরেন বাজিয়ে হাততালি, থালা বাজানোর সূচনা করতে স্থানীয় প্রশাসনকেও প্রচার করতেও আবেদন করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement