এক্সপ্লোর
Advertisement
করোনা ভাইরাস: দিল্লি থেকে বিশেষ উড়ানে ফিরিয়ে নিয়ে যাওয়া হল এক হাজার বিদেশিকে
দিল্লি বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, আজ জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট ও অস্ট্রিয়া থেকে আরও দু’টি বিশেষ উড়ান আসবে। সেই উড়ান দু’টিতে প্রায় ৭৫০ ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে সারা দেশে লকডাউন। ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতে এসে আটকে পড়েছেন অনেক বিদেশি। তাঁদের মধ্যে প্রায় এক হাজার ব্যক্তিকে পাঁচটি বিশেষ উড়ানে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হল। টোকিও থেকে আসা একটি বিশেষ উড়ানে নিয়ে যাওয়া হয়েছে ১৫০ জাপানিকে। জার্মানিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৫০০ জনকে। ১২০ জন ফিরে গিয়েছেন ইউক্রেনে এবং ২৪০ জনকে ফেরানো হয়েছে দু’টি বাল্টিক দেশে।
দিল্লি বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, আজ জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট ও অস্ট্রিয়া থেকে আরও দু’টি বিশেষ উড়ান আসবে। সেই উড়ান দু’টিতে প্রায় ৭৫০ ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
এ বিষয়ে এক আধিকারিক জানিয়েছেন, ‘দিল্লি বিমানবন্দরের তিনটি রানওয়ের মধ্যে একটিতে বিমান রাখার ব্যবস্থা করা হয়েছে। অন্য একটি খালি রাখা হয়েছে। সেই রানওয়েতে বিশেষ উড়ান অবতরণ করতে পারবে। আগামী দু’দিনে বিদেশ থেকে আরও উড়ান আসতে পারে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement