এক্সপ্লোর
Advertisement
Vaccine: সুর বদল! প্রথম পর্যায়ে বিনামূল্যে ভ্যাকসিন স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধাদের, ট্যুইট হর্ষবর্ধনের
COVID-19 Vaccine: গত বছর বিহারে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন বিজেপি-র পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, রাজ্যের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।
নয়াদিল্লি: ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের। ‘দেশজুড়ে ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে,’ ঘোষণা হর্ষ বর্ধনের। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ‘শুধু দিল্লিতেই না, সারা দেশেই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।’ তবে পরে তিনি সুর বদলে অন্য একটি ট্যুইট করে জানিয়েছেন, ‘সারা দেশে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হলেও, প্রথম পর্যায়ে অগ্রাধিকার দেওয়া হবে এক কোটি স্বাস্থ্যকর্মী ও দু’কোটি করোনাযোদ্ধাকে। এরপর জুলাই পর্যন্ত আরও ২৭ কোটি করোনাযোদ্ধাকে কীভাবে ভ্যাকসিন দেওয়া হবে, সে বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।’
জরুরি ভিত্তিতে অনুমোদনের সুপারিশ কোভিশিল্ডকে। ডিসিজিআই-কে সুপারিশ বিশেষজ্ঞ কমিটির । ভ্যাকসিন প্রক্রিয়ার ড্রাই রান চলাকালীন ঘোষণা। দেশের সব রাজ্যে চলছে ভ্যাকসিন প্রক্রিয়ার ড্রাই রান।#WATCH | Not just in Delhi, it will be free across the country: Union Health Minister Dr Harsh Vardhan on being asked if COVID-19 vaccine will be provided free of cost pic.twitter.com/xuN7gmiF8S
— ANI (@ANI) January 2, 2021
আজ দেশজুড়ে করোনা টিকার ড্রাই রান শুরু হয়েছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে টিকাকরণ প্রক্রিয়ার মহড়া হচ্ছে। এর জন্য ১১৬টি জেলার ২৫৯টি কেন্দ্রকে নির্দিষ্ট করা হয়েছে। এর আগে করোনা টিকাকরণ প্রক্রিয়ার প্রথম মহড়া হয়েছে ২৮ এবং ২৯ ডিসেম্বর। অসম, অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব এবং গুজরাতে চলেছিল ড্রাই রান। করোনা টিকা ছাড়পত্র পেলে কীভাবে তা দেওয়া হবে সাধারণ মানুষকে, সে সবেরই প্রস্তুতি চলছে এই ড্রাই রানে। এ রাজ্যেও আজ করোনা ভ্যাকসিনের ড্রাই রান। বিধাননগর পুরসভার অধীন দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মধ্যমগ্রাম পুরসভার অন্তর্গত আরবান প্রাইমারি হেলথ সেন্টার ফোর এবং আমডাঙা গ্রামীণ হাসপাতালে হল টিকাকরণ প্রক্রিয়ার মহড়া। প্রত্যেক জায়গায় ২৫ জন স্বাস্থ্যকর্মী অংশ নিলেন এই ড্রাই রানে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছিল ড্রাই রান।In 1st phase of #COVID19Vaccination free #vaccine shall be provided across the nation to most prioritised beneficiaries that incl 1 crore healthcare & 2 crore frontline workers Details of how further 27 cr priority beneficiaries are to be vaccinated until July are being finalised pic.twitter.com/K7NrzGrgk3
— Dr Harsh Vardhan (@drharshvardhan) January 2, 2021
এরই মধ্যে আজ সকালে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন টিকাকরণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ‘দিল্লিতে বিনামূল্যেই করোনা আক্রান্তদের চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে। ওষুধও বিনামূল্যেই দেওয়া হচ্ছে।’ এরপরেই হর্ষ বর্ধন জানালেন, সারা দেশের মানুষকেই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। গত বছর বিহারে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন বিজেপি-র পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, রাজ্যের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। এই প্রতিশ্রুতি নিয়ে বিতর্ক তৈরি হয়। কোনও একটি রাজ্যে এভাবে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলা যায় কি না, সেই প্রশ্ন তোলেন অনেকে। এরপর অন্যান্য কয়েকটি রাজ্যও বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করে। এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি দিলেন। এদিকে, ব্রিটেনের পরে কোভিশিল্ডে জরুরি অনুমোদনের সুপারিশ বিশেষজ্ঞ কমিটির। ডিসিজিআইয়ের চূড়ান্ত সিলমোহরের অপেক্ষা। আজ দেশজুড়ে করোনা টিকার ড্রাই রান শুরু হয়েছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে টিকাকরণ প্রক্রিয়ার মহড়া হবে। এর জন্য ১১৬টি জেলার ২৫৯টি কেন্দ্রকে নির্দিষ্ট করা হয়েছে। করোনা টিকাকরণ প্রক্রিয়ার প্রথম মহড়া হয়েছে ২৮ এবং ২৯ ডিসেম্বর। অসম, অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব এবং গুজরাতে চলেছিল ড্রাই রান। করোনা টিকা ছাড়পত্র পেলে কী ভাবে তা দেওয়া হবে সাধারণ মানুষকে, সে সবেরই প্রস্তুতি চলবে এই ড্রাই রানে।Yes, medicines and treatment are being provided for free in Delhi, anyway: Delhi Health Minister Satyender Jain on being asked if COVID-19 vaccine will be given free of cost in the state pic.twitter.com/PCMUvYWOTl
— ANI (@ANI) January 2, 2021
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement