Cow smuggling scam: গরু পাচারকাণ্ডে গ্রেফতার বিনয় মিশ্রের ভাই
Brother of TMC leader Vinay Mishra arrested: ফোনের টাওয়ারের লোকেশন ধরে দিল্লি থেকে গ্রেফতার।
প্রকাশ সিনহা, কলকাতা: গরু পাচারকাণ্ডে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই গ্রেফতার। যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ গ্রেফতার। গরু পাচারকাণ্ডে এখনও ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র। এরই মধ্যে তাঁর ভাই বিকাশকে গ্রেফতার করল ইডি। ফোনের টাওয়ারের লোকেশন ধরে দিল্লি থেকে গ্রেফতার। বিকাশকে ৬দিনের ট্রানজিট রিমান্ডে নিতে আবেদন ইডির।
এদিকে, গরু পাচারকাণ্ডে ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছ সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ফ্রান্সের লিয়ঁ-তে ইন্টারপোলের সদর দফতরে ওই আবেদনপত্র পাঠানো হয়েছে। আবেদনপত্রের সঙ্গে রয়েছে বিনয় সম্পর্কে বিস্তারিত তথ্য ও তাঁর বিরুদ্ধে জারি হওয়া ওপেন ওয়ারেন্ট। গত সপ্তাহেই বিনয়ের বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারি হয়।
অতীতে একাধিকবার নোটিস দেওয়া হলেও হাজিরা দেননি বিনয় মিশ্র। পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি চালিয়েও তাঁর হদিশ পায়নি গোয়েন্দারা। এই পরিস্থিতিতে সিবিআইয়ের গোয়েন্দা মনে করছেন, সম্ভবত বিদেশে গা ঢাকা দিয়েছেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। এই পরিস্থিতিতে তাঁর নাগাল পেতে এবার ইন্টারপোলের সাহায্য নিতে চায় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ফ্রান্সের লিয়ঁ-তে ইন্টারপোলের সদর দফতরে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র সম্পর্কে বিস্তারিত তথ্য ও তাঁর বিরুদ্ধে জারি হওয়া ওপেন ওয়ারেন্ট পাঠানো হয়েছে।
অন্যদিকে কয়লাকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা এবং শ্যালিকা মেনকা গম্ভীরকে আগেই জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার এই মামলায় মেনকা গম্ভীরের স্বামী অঙ্কুশ অরোরা এবং শ্বশুর পঙ্কজ অরোরাকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। সিবিআই সূত্রে দাবি, এর আগে মেনকা গম্ভীরকে লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই বিষয়ে আরও তথ্য জানার প্রয়োজন আছে বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। তাই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুর এবং স্বামীকে তলব করা হয়েছে।