এক্সপ্লোর
প্রকাশ্যে মোদির প্রশংসা, ফের তাঁর প্রধানমন্ত্রী হওয়া উচিত বলায় পার্টিনেতাকে ৩ মাসের জন্য কেন্দ্রীয় কমিটি থেকে সাসপেন্ড করল সিপিএম

মুম্বই: প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে নেতৃত্বের রোষে মহারাষ্ট্রের সিপিএম নেতা। ৯ জানুয়ারি সোলাপুরে এক জনসভায় নরসাইয়া আদম নামে ওই প্রাক্তন সিপিএম বিধায়ক জেলার একটি আবাসন প্রকল্পে দ্রুত ছাড়পত্র দেওয়ায় মোদি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশকে ধন্যবাদ জানান, দুজনের প্রশংসা করেন। মোদির আরেকবার প্রধানমন্ত্রী হওয়া উচিত বলেও অভিমত জানান আদম। ক্ষুব্ধ সিপিএম নেতৃত্ব তাঁকে শাস্তি দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি থেকে সাসপেন্ড করে। দলের অন্যতম শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী মঞ্চ কেন্দ্রীয় কমিটি। দলের এক নেতা মঙ্গলবার সংবাদ সংস্থাকে বলেছেন, এ ধরনের প্রশংসা আমাদের পার্টির পলিসির বিরোধী। তাই তাঁকে কেন্দ্রীয় কমিটি থেকে ৩ মাস সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে আদমের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তাঁর পাশে দাঁড়িয়ে মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র মাধব ভান্ডারি সিপিএম নেতৃত্বের পদক্ষেপকে ‘অসহশীলতার নির্লজ্জ প্রদর্শন’ বলে অভিহিত করেছেন। আদমকে মোদি, ফঢ়নবিশের প্রশংসা করার মতো ‘ক্ষমাহীন অপরাধে’র জন্য সাসপেন্ড করা হল বলে জানিয়েছেন তিনি। ভান্ডারির কথায়, এধরনের আদর্শগত অসহনশীলতা স্বাস্থ্যকর গণতন্ত্রের ক্ষেত্রে ক্ষতিকর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















