কেমন হবে বিশ্বকাপের ভারতীয় দল? ১৫ জনের স্কোয়াড বেছে নিলেন সন্দীপ পাতিল, কপিল দেব ও বীরেন্দ্র সহবাগ
ওপেনার, মিডল অর্ডার, অলরাউন্ডার, বোলিং, সব বিভাগেই ক্রিকেটারদের নাম প্রায় চূড়ান্ত হয়েই গিয়েছে। ‘সমস্যা’ কেবল ছিল ৪ নম্বর জায়গা নিয়েই। ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, অম্বাতি রায়াডু, লোকেশ রাহুল, চার নম্বরের জন্য এই চার ক্রিকেটারই মূলত লড়াইয়ে।
নয়াদিল্লি: ৩০মে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যেই প্রস্তুতি তার সেরে ফেলেছে ভারত। ওপেনার, মিডল অর্ডার, অলরাউন্ডার, বোলিং, সব বিভাগেই ক্রিকেটারদের নাম প্রায় চূড়ান্ত হয়েই গিয়েছে। ‘সমস্যা’ কেবল ছিল ৪ নম্বর জায়গা নিয়েই। ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, অম্বাতি রায়াডু, লোকেশ রাহুল, চার নম্বরের জন্য এই চার ক্রিকেটারই মূলত লড়াইয়ে। সোমবার বিসিসিআই বিশ্বকাপের দল ঘোষণা করবে। চলছে নানান জল্পনা। এরই মধ্যে আলাদা আলাদা ভাবে দল নির্বাচন করে রাখলেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব, প্রাক্তন ক্রিকেটার নির্বাচক সন্দিপ পাতিল ও বিশ্বকাপজয়ী ধোনির দলের সদস্য তথা প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ।
একনজরে দেখে নেব সেই তালিকা-
সন্দিপ পাতিলের ভারতীয় দল: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবন, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি, ঋষভ পন্থ, অম্বাতি রায়াডু, রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি।
কপিল দেবের ভারতীয় দল: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবন, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি, ঋষভ পন্থ, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি।
বীরেন্দ্র সহবাগের ভারতীয় দল: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবন, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি।
My Team India for the 2019 World Cup. 7 players from the 2015 team, 8 replacements ! What is your team ? pic.twitter.com/37QPZ9Z267
— Virender Sehwag (@virendersehwag) April 13, 2019