এক্সপ্লোর
Advertisement
অ্যামাজনে বিধ্বংসী আগুন নিয়ে উদ্বিগ্ন রোনাল্ডো, টুইট করে পৃথিবীরক্ষার আবেদন
ইতিমধ্যেই ব্রাজিলের রোন্ডানিয়া, অ্যামাজোনাস, পারা, মাতো গ্রোসোর আংশিক অংশ আগুন গ্রাস করেছে
তুরিন: ব্রাজিলের অ্যামাজন রেনফরেস্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড। টানা তিন সপ্তাহ ধরে দাউদাউ করে জ্বলছে আগুন। বনভূমির বিরাট একটা অংশ ভস্মীভূত। প্রভূত ক্ষতি হচ্ছে বন্যপ্রাণেরও। যা নিয়ে গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে।
এবার অ্যামাজনের বিধ্বংসী আগুন নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের মহাতারকা টুইট করেছেন, 'গোটা বিশ্বের ২০ শতাংশেরও বেশি অক্সিজেনের জোগান দেয় অ্যামাজনের রেনফরেস্ট আর সেটা গত তিন সপ্তাহ ধরে জ্বলছে। আমাদের দায়িত্ব পৃথিবীকে রক্ষা করতে সাহায্য করা। অ্যামাজনের জন্য প্রার্থনা করছি।' রোনাল্ডোর সেই টুইটের উল্লেখ করে অ্যামাজনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিংবদন্তি টেনিস খেলোয়াড় বরিস বেকারও।
ইতিমধ্যেই ব্রাজিলের রোন্ডানিয়া, অ্যামাজোনাস, পারা, মাতো গ্রোসোর আংশিক অংশ আগুন গ্রাস করেছে। অ্যামাজনের রেনফরেস্টে অগ্নিকাণ্ড স্বাভাবিক ঘটনা। কিন্তু এ ভাবে সর্বগ্রাসী রূপ নিয়ে আগুন আগে কখনও ছড়ায়নি। আইএনপিই'র সমীক্ষা বলছে, গত বছর এই সময় পর্যন্ত তুলনা করলে, অ্যামাজনে অগ্নিকাণ্ড ৮৩% বেড়েছে। বিশেষজ্ঞদের মতে তার একটা কারণ, অপর্যাপ্ত বৃষ্টি।The Amazon Rainforest produces more than 20% of the world’s oxygen and its been burning for the past 3 weeks. It’s our responsibility to help to save our planet. #prayforamazonia pic.twitter.com/83bNL5a37Q
— Cristiano Ronaldo (@Cristiano) August 22, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
খবর
জেলার
Advertisement