এক্সপ্লোর
সিএসআইআর-ইউজিসি নেটের জন্য আবেদনের সময়সীমা বেড়ে হল ১০ সেপ্টেম্বর পর্যন্ত, ঘোষণা এনটিএ-র
যাঁরা পরীক্ষা দিতে চান, অথচ এতদিন রেজিস্ট্রেশন করাতে পারেননি, তাঁরা ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন।

নয়াদিল্লি: করোনা অতিমারীর কথা মাথায় রেখে নতুন করে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-ইউজিসি নেট ২০২০-এর জন্য আবেদনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। যাঁরা পরীক্ষা দিতে চান, অথচ এতদিন রেজিস্ট্রেশন করাতে পারেননি, তাঁরা ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন।
এনটিএ-র পক্ষ থেকে সরকারিভাবে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘করোনা পরিস্থিতিতে অনেক পড়ুয়াই আবেদনপত্র জমা দিতে পারেননি। সিএসআইআর-এর পক্ষ থেকে নতুন করে আবেদন জানানোর সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। সেই কারণেই কয়েক সপ্তাহ সময় বাড়ানো হয়েছে। সব পড়ুয়াই নতুন করে আবেদন জানানোর সুযোগ পাবেন। অনলাইনে আবেদন জানানো যাবে scirnet.nta.nic.in-এ। ১০ সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়া যাবে ১০ সেপ্টেম্বর রাত ১১.৫০ পর্যন্ত। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই বা পেটিএমের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। আবেদনপত্রে যদি কোনও ত্রুটি থেকে যায় বা কোনও তথ্য সংশোধন করতে হয়, তাহলে সেটা করা যাবে ১১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
