এক্সপ্লোর
Advertisement
গতি বাড়িয়ে কাল মধ্যরাতেই সুন্দরবনে আছড়ে পড়তে পারে বুলবুল, সতর্ক প্রশাসন
গতি বাড়িয়ে কাল মধ্যরাতেই সুন্দরবনে আছড়ে পড়বে বুলবুল। ঘূর্ণিঝড়ের বেগ হতে পারে ১৩৫ কিমি। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুলবুলের প্রভাবে কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা। কাল শহরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা: গতি বাড়িয়ে কাল মধ্যরাতেই সুন্দরবনে আছড়ে পড়বে বুলবুল। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ১৩৫ কিমি। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুলবুলের প্রভাবে কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা। কাল শহরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। হাওয়ার গতিবেগ হতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার। তৈরি পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। বুলবুলের প্রভাবে দিঘা-মন্দারমণি-শঙ্করপুর-বকখালিতে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা। আতঙ্কে এলাকার মানুষ। চলছে মাইক প্রচার, নজরদারি। পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শুক্রবার দুপুর তিনটে নাগাদ ঘূর্ণিঝড়ের অবস্থান পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে। ওড়িশার পারাদ্বীপ থেকে তার দূরত্ব ৩১০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ঘূর্ণিঝড় রয়েছে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে। কলকাতা থেকে ‘বুলবুল’-এর দূরত্ব ৫৫০ কিলোমিটার।
দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাব পড়ার আশঙ্কা। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, বকখালিতে। আগাম সতর্ক প্রশাসন। সৈকতে সতর্কতা জারি। সমুদ্র সৈকতে ফেলা হচ্ছে পাথর। সমুদ্র তীরবর্তী কয়েকটি সেন্টারকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। গতকাল থেকেই দিঘা সহ অন্যান্য উপকূলবর্তী এলাকায় চলছে মাইকে প্রচার। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হচ্ছে।
ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলিতে। শুক্রবার সকাল থেকেই কলকাতা ও দুই ২৪ পরগনায় শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। সঙ্গে মেঘলা আকাশ। বকখালি ও দীঘাতেও বৃষ্টি শুরু হয়েছে।
বুলবুলের আশঙ্কায় বেশ কয়েকটি জেলায় আগামীকাল স্কুল বন্ধের সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের।দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়ায় স্কুল বন্ধের সিদ্ধান্ত।প্রাথমিক স্কুল বন্ধ রাখা হবে ২ মেদিনীপুর ও ঝাড়গ্রামেও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement