এক্সপ্লোর
Advertisement
সাইক্লোন ফণী LIVE: ওড়িশা হয়ে বাংলায় ঢুকে পড়ল ঘূর্ণিঝড় ‘ফণী’
ওড়িশা হয়ে বাংলায় ঢুকে পড়ল ঘূর্ণিঝড় ‘ফণী’, খড়গপুর থেকে হুগলি-নদিয়া-মুর্শিদাবাদ হয়ে বিকেলের দিকেই ঢোকার কথা বাংলাদেশে। কাল দুর্যোগ কাটার সম্ভাবনা।
#ওড়িশা হয়ে বাংলায় ঢুকে পড়ল ঘূর্ণিঝড় ‘ফণী’, কলকাতা থেকে মাত্র ৪০ কিমি দূরে ঘূর্ণিঝড় ‘ফণী’।খড়গপুর থেকে হুগলি-নদিয়া-মুর্শিদাবাদ হয়ে বিকেলের দিকেই ঢোকার কথা বাংলাদেশে। কাল দুর্যোগ কাটার সম্ভাবনা।
#ফণীর প্রভাবে লন্ডভন্ড দিঘা। রাস্তায় উপড়ে পড়ল গাছ থেকে বিদ্যুতের খুঁটি
# দিঘা থেকে ৬০ কিলোমিটার দূরে ফণী। কলকাতা থেকে দূরত্ব ২০০ কিলোমিটার। খড়্গপুর হয়ে ফণী ঢুকবে বাংলায়। সেই সময় ফণীর গতিবেগ হবে ঘণ্টায় ৯০ কিলোমিটার। কলকাতায় ৭০-৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। মাঝরাত থেকে কাল দুপুর পর্যন্ত প্রভাব থাকবে। নদিয়া-মুর্শিদাবাদ ঘেঁষে কাল দুপুর-বিকেলের মধ্যে বাংলাদেশে চলে যাবে।
# ধেয়ে আসছে ‘ফণী’, আতঙ্কে প্রহর গুণছে বাংলা।সন্ধে ছটার খবর অনুযায়ী,দিঘা থেকে মাত্র ১২০ কিমি দূরে ঘূর্ণিঝড় ‘ফণী’।কলকাতা থেকে ২৫০ কিমি দূরে ঘূর্ণিঝড় ‘ফণী’।এই মুহূর্তে ওড়িশার জাজপুরে ‘ফণী’র অবস্থান।ফণীর দাপটে সন্ধে থেকে বাংলায় ঝোড়ো হাওয়া।মধ্যরাত থেকে ভোরের মধ্যে বাংলায় ঢুকবে ‘ফণী’।
#ঘূর্ণিঝড় ‘ফণী’র তাণ্ডবে লন্ডভন্ড ওড়িশা উপকূলের বিস্তীর্ণ এলাকা। সকাল ৯টা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৮০-১৯০ কিলোমিটার। ওড়িশার পর বাংলার দিকে অভিমুখ ঘূর্ণিঝড় ফণীর। প্রথমে ঝড় হবে রাজ্যের পশ্চিমাঞ্চলে। তারপর ঝড় দাপট দেখাবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে। ফণীর দাপটে সন্ধে থেকে বাংলায় ঝোড়ো হাওয়া।
মধ্যরাত থেকে ভোরের মধ্যে বাংলায় ঢুকবে ‘ফণী’।
#রেল অবরোধকে ঘিরে রণক্ষেত্র বারাসাত।হাসনাবাদ লোকাল বাতিল, প্রতিবাদে রেল অবরোধ।বারাসাত স্টেশনে যাত্রীদের রেল অবরোধ।শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল বন্ধ।বিভিন্ন স্টেশনে আটকে পড়াদের ফেরাতে রেলকে মুখ্যমন্ত্রীর অনুরোধ।
# 'ধেয়ে আসছে ফণী, সতর্ক কলকাতা পুরসভা।আজকের জন্য বন্ধ করা হল সাউথ সিটি মল।আজকের জন্য বন্ধ গড়িয়াহাট মল
শহরের সর্বোচ্চ বহুতল ‘দ্য 42’ থেকে ক্রেন সরানোর নির্দেশ।৪৫ হাজার মানুষকে সরানো হল নিরাপদ আশ্রয়ে।
বিভিন্ন স্টেশনে আটকে পড়াদের ফেরাতে রেলকে মুখ্যমন্ত্রীর অনুরোধ।কলকাতা পুরসভার সমস্ত পার্কে তালা বন্ধ করার নির্দেশ।
#দিঘায় ঝড়ের দাপটে ভাঙল পুলিশ কিয়স্ক।
#‘ফণী’র তাণ্ডবের আশঙ্কায় বাতিল ট্রেন।৮টি শিয়ালদা-ক্যানিং লোকাল ট্রেন বাতিল।৬টি শিয়ালদা-ডায়মন্ডহারবার লোকাল ট্রেন বাতিল।
৮টি শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন বাতিল।২টি শিয়ালদা-বারুইপুর লোকাল ট্রেন বাতিল।৫টি লক্ষ্মীকান্তপুর-নামখানা লোকাল ট্রেন বাতিল।৬টি শিয়ালদা-বারাসাত-হাসনাবাদ লোকাল ট্রেন বাতিল।টালা-মাঝেরহাট সার্কুলার রেল কাল সকাল ৬টা পর্যন্ত বন্ধ।জানাল পূর্ব রেল।
# ‘ফণী-র প্রভাবে বাতিল ট্রেন (দক্ষিণ-পূর্ব রেল)।শুক্রবার বাতিল হাওড়া-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই মেল, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস। শনিবার বাতিল হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। রবিবার বাতিল সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস।
‘ফণী-র প্রভাবে পূর্ব রেল শাখায় শুক্রবার বাতিল শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-অমৃতসর মেল।
‘ফণী-র প্রভাবে পূর্ব রেলে সময়সূচি বদল। শুক্রবার দুপুর ২.১৫-র সময় হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস ছাড়ার কথা ছিল, ট্রেনটি ছাড়বে সন্ধে ৭.১০ মিনিটে। শুক্রবার হাওড়া-দেহরাদুন দুন এক্সপ্রেস ছাড়ার কথা ছিল রাত ৮.২৫ মিনিটে, ছাড়বে শুক্রবার রাত ১০টায়
#দশ বছর আগের আয়লার স্মৃতি এখনও টাটকা। ফণীর আতঙ্ক দক্ষিণ ২৪ পরগনার ধামাখালিতে। কার্যত ফাঁকা ধামাখালি ফেরি ঘাট। আতঙ্কে রয়েছেন ধামাখালির ছোট কলাগাছি নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। বেশিরভাগ মানুষই আশ্রয় নিয়েছেন রিলিফ ক্যাম্পে
# সাইক্লোন ফণী-র ঘায়ে এখনও পর্যন্ত ওড়িশায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গাছ পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে পুরীতে। উড়ে আসা কংক্রিটের চাঙড়ের ঘায়ে নয়াগড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। অন্যদিকে, কেন্দ্রপাড়ায় ত্রাণশিবিরে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে।
# সন্ধের পর থেকেই ঝড়ের বেগ বাড়বে রাজ্যে। সর্বনিম্ন ৬০ থেকে সর্বোচ্চ ৮৫ কিলোমিটার বেগে ঝড়। রাজ্যের পশ্চিমাঞ্চলে হবে ঝড়। জোরাল ঝড় হবে কলকাতা, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনায়। গভীর রাতে বাড়বে ঝড়ের বেগ। ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়।
# ফণী মোকাবিলায় শিকল দিয়ে বাঁধা হল ট্রেন। হাওড়ার শালিমার ইয়ার্ডের ছবি। অন্যান্য গুরুত্বপূর্ণ ইয়ার্ডেও নেওয়া হচ্ছে একই পদক্ষেপ, জানাল দক্ষিণ-পূর্ব রেল।
# ফণীর জেরে আজ বিকেল ৪টে থেকে কাল সকাল ৮টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরের সব উড়ান বন্ধ।
# পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়ের তাণ্ডব, দিঘা থেকে পর্যটকদের ফেরাতে বিশেষ বাস। বাস মিলছে আধঘণ্টা অন্তর।
# ওড়িশার কেন্দ্রাপাড়ায় ত্রাণশিবিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ১।
# শনি ও রবিবার পূর্ত দফতরের সব কর্মীর ছুটি বাতিল।
# বিপর্যয় মোকাবিলায় প্রতি জেলায় তৈরি কুইক রেসপন্স টিম, রাজ্যের দুর্বল ও সংস্কারের কাজ চলা সেতুগুলি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত। শনিবার পর্যন্ত বন্ধ থাকবে সেতুগুলি।
# বিদ্যুতের খুঁটি থেকে নিজেকে দূরে রাখুন, বিপজ্জনক বাড়ি থেকে সরে যান, বললেন মুখ্যমন্ত্রী।
#খড়গপুরে বসে পরিস্থিতির দিকে নজর রাখছি, সুমন দে-কে ফোনে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
# উদ্বেগ নয়, সাবধানে থাকুন, শিক্ষকদেরও ছুটি দেওয়া হয়েছে, বিপর্যয় মোকাবিলা দল ২৪ ঘণ্টা কাজ করছে, বললেন মুখ্যমন্ত্রী।
# ৪৮ ঘণ্টার জন্য সব রাজনৈতিক কর্মসূচি বাতিল মুখ্যমন্ত্রীর। আগামী ৪৮ ঘণ্টা কেউ বাইরে বার হবেন না, আবেদন মুখ্যমন্ত্রীর।
# ছুটির দিনের থেকেও কম চলছে লোকাল ট্রেন। ভুবনেশ্বর-কলকাতা বিমানবন্দরে বন্ধ উড়ান। তৈরি এনডিআরএফ-এর ৮১টি টিম।
# দফায় দফায় দিঘায় চলছে বৃষ্টি। বাড়ছে হাওয়ার বেগ। দুপুর ১২টার মধ্যে পর্যটকদের দিঘা ছাড়ার নির্দেশ প্রশাসনের। পর্যটকদের সুবিধার্থে চলবে ৫০টি অতিরিক্ত বাস।
#ফণীতে ফসল নষ্টের আতঙ্কে রাজ্যে শুরু ধান কাটার কাজ। হাওড়ার শ্যামপুর, উদয়নারায়ণপুর, বাগনানে ধান কাটায় নিয়োগ অতিরিক্ত লোক। ক্ষতির আশঙ্কায় চাষিরা।
# বৃষ্টি হলেই জলের তলায় চলে যায় সুন্দরবনের মৌসুনি দ্বীপ। ফণীর আশঙ্কায় আগে থেকেই এলাকার মানুষ গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণশিবিরে।
# কলকাতা থেকে ৪৩৫ কিমি দূরে এখন ফণী, দিঘা থেকে দূরত্ব ৩৮০ কিমি।
# ওড়িশার পর এ রাজ্যে আছড়ে পড়বে ফণী, ৯০-১০০ কিমি বেগে আঘাত হানার আশঙ্কা।
# পুরীতে আরও ২ ঘণ্টা চলবে ফণীর তাণ্ডব।
# ফণীর জেরে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ২৩৩টি ট্রেন, হাওড়া স্টেশনে যাত্রীদের ভিড় কম।
কলকাতা: ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী। পুরীতে হাওয়া বইছে ঘণ্টায় ১৭৫-২১০ কিমি গতিতে। গার্ডওয়াল ছাপিয়ে সমুদ্রের জল ভাসিয়ে দিয়েছে রাস্তা। রাত থেকে বিদ্যুৎহীন ওড়িশার ১১টি জেলা, আলো নেই পুরীতেও। ক্ষতিগ্রস্ত হয়েছে গজপতি ও জগৎসিংপুর জেলা, সব থেকে ক্ষতি হয়েছে গজপতির।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement