এক্সপ্লোর
Advertisement
কমিশনে কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে প্রতিনিধিদল, পশ্চিমবঙ্গকে 'অতি স্পর্শকাতর' ঘোষণা করে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিজেপির
নয়াদিল্লি: নির্বাচন কমিশনে দরবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের। বুধবার রবিশঙ্কর প্রসাদ, নির্মলা সীতারামন, জে পি নাড্ডা প্রমুখ কেন্দ্রীয় মন্ত্রী, দুই সাধারণ সম্পাদিক ভূপিন্দর যাদব ও কৈলাস বিজয়বর্গীয়কে নিয়ে বিজেপির এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল কমিশনে দেখা করে দাবি করে, গোটা পশ্চিমবঙ্গকে সুপার সেনসিটিভ বা অতি মাত্রায় স্পর্শকাতর তকমা দিতে হবে। রাজ্যে লোকসভা ভোটে অবাধ, ভয়হীন পরিবেশে ভোটগ্রহণ সুনিশ্চিত করতে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও করেছে বিজেপি নেতৃত্ব। পরে সাংবাদিকদের রবিশঙ্কর বলেন, কমিশনকে বলেছি, গোটা পশ্চিমবঙ্গকেই অতিমাত্রায় স্পর্শকাতর ঘোষণা করতে হবে। সব বুথে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভোট করাতে হবে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যেসব পুলিশ অফিসারের নিরপেক্ষতা নিয়ে সংশয়, প্রশ্ন রয়েছে, তাঁদের বদলির পাশাপাশি নির্বাচনী কাজকর্ম থেকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে সরিয়ে নেওয়ার দাবিও পেশ করা হয়েছে বলে জানান তিনি।
পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী, বিরোধী শিবিরের প্রধান দল হিসাবে পরিসর দখলের দৌড়ে এগিয়ে থাকা বিজেপি এবার শাসক দলকে বড় ধাক্কা দিতে মরিয়া। ২০১৪-র লোকসভা ভোটে রাজ্যের ৪২টি লোকসভা আসনের ৩৪টিই পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সিপিএম, বিজেপি জয়ী হয় দুটি করে আসনে। কংগ্রেস পায় চারটি আসন।
মডেল আচরণবিধি ইতিমধ্যেই চালু হয়ে যাওয়া আমদাবাদে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ভিত্তিহীন অভিযোগ করেছেন বলে দাবি করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement