এক্সপ্লোর
Advertisement
পূর্ব লাদাখের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন, শুক্রবার লেহ যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান
১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে সীমান্ত।
নয়াদিল্লি: প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা আগ্রাসনের পরিপ্রেক্ষিতে পূর্ব লাদাখের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার লেহ যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। এর আগে ২৫ জুন পূর্ব লাদাখে যান সেনাপ্রধান। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চিফ অফ ডিফেন্স স্টাফ বিপীন রাওয়াতকে লাদাখের পরিস্থিতির বিষয়ে অবহিত করেন। এবার প্রতিরক্ষামন্ত্রী নিজেই পরিস্থিতি পর্যালোচনা করতে যাচ্ছেন।
১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে সীমান্ত। চিনের হামলায় ভারতের ২০ জন সেনা জওয়ানের প্রাণ যায়। দু’দেশের মধ্যে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। তবে এখনও কোনও সমাধানসূত্র পাওয়া যায়নি। এরই মধ্যে চিনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, তিব্বতে পর্বতারোহণ ও মার্শাল আর্ট জানা জওয়ানদের মোতায়েন করা হয়েছে। পাল্টা ভারতও সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করছে এবং অস্ত্রসম্ভার বাড়াচ্ছে বলে জানা গিয়েছে। ফলে আলোচনা চললেও, সীমান্তে উত্তেজনা প্রশমিত হচ্ছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement