Delhi on Covid19: করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে টাস্ক ফোর্স গঠন দিল্লি সরকারের
Third wave of COVId-19: পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ মজুত রাখার নির্দেশ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
মুম্বই: করোনার তৃতীয় ঢেউয়ের হাত থেকে শিশুদের রক্ষা করার জন্য চিকিৎসক ও আমলাদের নিয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে। এমনই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লি সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ওষুধের জোগান, অক্সিজেন এবং হাসপাতালে বেডের বিষয়গুলির উপর নজর রাখার জন্য আধিকারিকদের নিয়ে একটি কমিটিও গঠন করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী বর্তমান করোনা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। করোনার তৃতীয় ঢেউ সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের উপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি। এই বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী ছাড়াও যোগ দেন উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া এবং স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈন।’
দিল্লির মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, ‘করোনার তৃতীয় ঢেউ যদি আসে, তাহলে তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। আধিকারিকদের সঙ্গে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। করোনার তৃতীয় ঢেউয়ের হাত থেকে শিশুদের রক্ষা করার জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে। পর্যাপ্ত বেড, অক্সিজেন এবং প্রয়োজনীয় ওষুধ বণ্টনের বিষয়েও নজর দেওয়া হবে।’
কেজরিওয়াল আরও জানিয়েছেন, দিল্লির হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বাড়ানো হবে। পর্যাপ্ত অক্সিজেন সরবরাহেরও ব্যবস্থা করা হবে। হাসপাতালগুলিতে যাতে অক্সিজেনের ঘাটতি না হয়, সেটা নিশ্চিত করার জন্য আধিকারিকদের যথেষ্ট পরিমাণে অক্সিজেন ট্যাঙ্কারের ব্যবস্থা রাখা এবং অক্সিজেন প্ল্যান্টগুলিতে ঠিকমতো কাজ চালানোর উপর জোর দিতে বলা হয়েছে।
দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার তৃতীয় ঢেউ এলে দিল্লির হাসপাতালগুলিতে অক্সিজেনের ব্যবস্থাযুক্ত ৪০ হাজার বেড প্রয়োজন হতে পারে। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া ১০ হাজার আইসিইউ বেডের ব্যবস্থাও করা হচ্ছে। ওষুধের ঘাটতি যাতে না হয়, সে বিষয়েও আধিকারিকদের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বেশি করে অক্সিজেন ট্যাঙ্কার মজুত রাখার নির্দেশ দিয়েছেন। অক্সিজেন প্ল্যান্টগুলিতে যাতে ঠিকমতো কাজ চলে, সেটাও দেখতে বলেছেন আধিকারিকদের।