এক্সপ্লোর
Advertisement
দিল্লিতে শিক্ষিকাকে খুনের ঘটনায় গ্রেফতার স্বামী ও মডেল 'গার্লফ্রেন্ড'
নয়াদিল্লি: রাজধানী দিল্লির বাওয়ানা এলাকায় প্রকাশ্যে দিবালোকে সুনীতা নামে ৩৮ বছরের শিক্ষিকাকে খুনের কিণারা করল পুলিশ। তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ওই শিক্ষিকাকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর স্বামী মনজিত ও অ্যাঞ্জেল গুপ্তা নামে এক মডেলকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাড়াটে খুনি লাগিয়ে স্ত্রীকে হত্যা করিয়েছেন মনজিত। ২৬ বছরের মডেল অ্যাঞ্জেল গুপ্তা ওরফে শশী প্রভার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল মনজিতের। তিনি অ্যাঞ্জেলকে বিয়ে করতে চেয়েছিলেন।
পুলিশের জেরায় মনজিত জানিয়েছেন, তিনি সুনীতার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটাতে চেয়েছিলেন। কিন্তু সুনীতা বিবাহবিচ্ছেদে রাজি হননি। এ জন্যই মনজিত সুনীতাকে খুনের ছক কষেন।
গত সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে গুলি করে হত্যা করা হয় সুনীতাকে। তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোঁড়া হয়।
সুনীতাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ সুনীতার স্বামী ও ওই মডেলকে গ্রেফতার করেছে। ভাড়াটে খুনিদের ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
নিহত সুনীতার ১৬ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলে রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement